Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাওড়ার চালপট্টি ঘাট থেকে উদ্ধার বস্তাবন্দি লাশ, ঘটনার তদন্তে পুলিশ

হাওড়া: আজ, শনিবার কাকভোরে চাঞ্চল্য হাওড়া (Howrah)-য়। চালপট্টি ঘাট (Chaulpatti Ghat)-এর কাছে মিলল বস্তাবন্দি লাশ! আর তার পাশেই ছিল একটি মোটর বাইক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার হাওড়ার গোলাবাড়ির…

Avatar

হাওড়া: আজ, শনিবার কাকভোরে চাঞ্চল্য হাওড়া (Howrah)-য়। চালপট্টি ঘাট (Chaulpatti Ghat)-এর কাছে মিলল বস্তাবন্দি লাশ! আর তার পাশেই ছিল একটি মোটর বাইক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার হাওড়ার গোলাবাড়ির চালপট্টি ঘাটের ঘটনা। সেখান থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার ঘিরে করা হয়েছে। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খুন করে দেহটি বস্তায় ভরে ফেলা হয়। যেখানে বস্তায় মোড়া দেহটি পড়েছিল। তার পাশেই একটি বুলেট মোটর বাইক রাখা ছিল। মৃতের পরিচয় জানা যায়নি। ওই বাইকের সূত্র ধরে নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫। ঘাটের জগন্নাথ মন্দিরের পুরোহিত প্রথম বস্তাবন্দি অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। ভোর থেকেই দেহটি এখানে পড়েছিল। পরে খবর পেয়ে পুলিশ আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। সেখান থেকে তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘাটের জগন্নাথ মন্দিরের পুরোহিত সুরেশ পান্ডা বলেন, ‘আমি প্রতিদিন ভোর ৪টেয় ঘুম থেকে উঠি। আজ চারটের সময় গঙ্গায় স্নান করতে গিয়ে দেখি ঘাটে একটি বস্তা পড়ে আছে। বস্তায় কি আছে প্রথমে বুঝতে পারিনি। তবে মোটর বাইক ছিল কিনা দেখিনি।’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি কোথা থেকে এল, তা দেখা হচ্ছে। তাঁর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

About Author