Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলেজ স্কোয়ার পার্ক থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কলকাতা: বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে খবরের শিরোনামে উঠে এসেছে কলেজ স্কোয়ারের নাম। শুধুমাত্র উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো হয় সেখানে, সে কারণে নয়, অন্যান্য অনেক অস্বাভাবিক কারণেও…

Avatar

কলকাতা: বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে খবরের শিরোনামে উঠে এসেছে কলেজ স্কোয়ারের নাম। শুধুমাত্র উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো হয় সেখানে, সে কারণে নয়, অন্যান্য অনেক অস্বাভাবিক কারণেও বহুবার খবরের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে এই কলেজ স্কোয়ারকে। আর এবার আরও একবার মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল কলেজ স্কোয়ার। আজ, শুক্রবার সকালে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে কলেজ স্কোয়ারের পার্ক থেকে। গোটা ঘটনায় এলাকার মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গিয়েছে, আজ, সকালে রক্তাক্ত দেহ দেখতে দেখতে পান স্থানীয় মানুষ। তড়িঘড়ি তারাই বউ বাজার থানায় খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত দেহ থেকে উদ্ধার করেছে। ওই ব্যক্তির রক্তাক্ত দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কে এই ব্যক্তি? কোথা থেকেই বা কলেজ স্কোয়ার পার্কের মধ্যে ঢুকে পড়েছিলেন, তা এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। রক্তাক্ত দেহটির আশপাশ থেকেও কোনও পরিচয় পত্র বা সূত্র পাওয়া যায়নি। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে বউ বাজার থানার পুলিশ।প্রসঙ্গত, এর আগেও এমন বহু অস্বাভাবিক ঘটনার সাক্ষী থেকেছে কলেজ স্কোয়ার। মাস তিনেক আগে এক কুকুরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল এই একই জায়গা থেকে। ধর ও মুন্ডু অস্ত্র দিয়ে কুপিয়ে আলাদা করে খুন করা হয়েছিল ওই কুকুরটিকে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে বারবার কেন কলেজ স্কোয়ারের নাম এইসব ঘটনায় উঠে আসছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
About Author