Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক পথদুর্ঘটনায় মৃত তরুণ-তরুণী, বিয়ের স্বপ্ন অধরাই থেকে গেল

কলকাতা: কথা ছিল সাত পাকে বাঁধা পড়বে। কিন্তু তা আর হয়ে উঠল না। মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল দু'জনের প্রাণ। নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তরুন-তরুনীর। জানা গিয়েছে, স্কুটি চেপে দুজনে…

Avatar

কলকাতা: কথা ছিল সাত পাকে বাঁধা পড়বে। কিন্তু তা আর হয়ে উঠল না। মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল দু’জনের প্রাণ। নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তরুন-তরুনীর। জানা গিয়েছে, স্কুটি চেপে দুজনে সল্টলেকের দিক থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিলেন। আর সেই সময় দুর্ঘটনাটি ঘটে। দুজনকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।মৃত তরুণের নাম দীপায়ন মুখোপাধ্যায় এবং তরুনীর নাম মেধা পাল। দীপায়নের বাড়ি বরাহনগরে এবং মেধার বাড়ি বিরাটিতে। জানা গিয়েছে, দীপায়ন বরাহনগর স্পোটিং ক্লাবের ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন। এর পাশাপাশি তিনি আইটি কর্মী ছিলেন। মেধাও আইটি কর্মী। তিনি বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। কিন্তু লকডাউনের জন্য বাড়ি এসে আপাতত বাড়ি থেকেই কাজ করছিলেন তিনি। এমনটাই পরিবার সূত্রে জানানো হয়েছে। আগামী বছর দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর হল না। স্বপ্নের অপমৃত্যু ঘটল।প্রত্যেক শনিবার দুজনে দেখা করে বাইরে খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরতেন। এবারও সেই একই ঘটনা ঘটিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরা আর হল না। বাড়িতে ফিরল তাদের নিথর দেহ।পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, স্কুটিটি যখন চিনার পার্কের দিকে যাচ্ছিল, তখন পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে এবং দুজনে দুদিকে ছিটকে পড়ে যায়। লরিটিকে নিয়ে পালিয়ে যায় লরির চালক। লরিটিকে খুঁজছে নিউটাউন থানার পুলিশ। বিশ্ববাংলা গেটের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
About Author