সোশ্যাল মিডিয়া হলো এখন সব থেকে বৃহত্তম মাধ্যম যা আমাদের কাছে ছোট বড় সমস্ত সংবাদ এবং অসাধারণ মজাদার ও অবাক করা ঘটনা পৌঁছে দেয়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সংবাদ এর মধ্যে থাকে কিছু হাস্যকর ঘটনা কিছু দুঃখজনক ঘটনা এবং কিছু কিছু অনুপ্রেরণার ঘটনা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হচ্ছে একটি বিষাক্ত সাপকে নিয়ে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় গ্রামবাসীদের নজরে পড়ে কুয়োতে পড়ে থাকা একটি বিষাক্ত বৃহদাকৃতির সাপের দিকে। এই খবরটি ছড়াছড়ি হতে একটি যুবক অত্যন্ত সাহসের সাথে সেই কুয়োর ভেতর ঢুকে এবং কুয়োতে পড়ে যাওয়া বিষাক্ত সাপ থেকে উদ্ধার করে ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
যুবকটি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। এই মানবিক যুবকটি তার প্রাণের ঝুঁকি নিয়ে কুয়োর ভিতরে কোমরে দড়ি বেঁধে নেমে যায়। বিষাক্ত কোবরা সাপ ছিলো সেটি। তার সত্বেও এই মানবিক যুবকটি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কুয়োয় পড়ে যাওয়া বিষাক্ত কোবরা সাপ কে উদ্ধার করে।
যুবকটির এই কাজে নেটিজেনদের প্রশংসা উপচে পড়েছে। কারণ এই ঘটনাটি আরও মারাত্মক হতে পারত। কোমরে দড়ি বেঁধে নামাকালীন যুবকটির দড়ির ফাঁস যদি কোনভাবে খুলে যেত তাহলে যুবকটি ভিতরে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারত এছাড়াও যদি বিষাক্ত কোবরা কোন রকম ভাবে যুবকটিকে আঘাত করতো তাহলে তার প্রাণ সংশয় হত। এই সমস্ত কিছু কে উপেক্ষা করে যুবকটি শেষপর্যন্ত কুয়োর ভিতর নেমে কোবরা সাপটি উদ্ধার করতে সফল হয়। তার এই দুরূহ কাজের প্রশংসা করেছেন সমস্ত নেট দর্শকরা এবং মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে এই অনুপ্রেরণার ভিডিওটি।