Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৈরি হচ্ছে রানু মন্ডলের বায়োপিক!

অরূপ মাহাত: তাঁর উত্থান হার মানাবে বলিউডের সিনেমাকেও। রাণাঘাটের স্টেশনে গান গেয়ে দিন চালানো এক মহিলা বলিউডের সিনেমায় প্লেব্যাক গাইছেন, এমন গল্প তো স্বপ্নকেও হার মানাবে। রাণাঘাটের স্টেশন থেকে বলিউডের…

Avatar

অরূপ মাহাত: তাঁর উত্থান হার মানাবে বলিউডের সিনেমাকেও। রাণাঘাটের স্টেশনে গান গেয়ে দিন চালানো এক মহিলা বলিউডের সিনেমায় প্লেব্যাক গাইছেন, এমন গল্প তো স্বপ্নকেও হার মানাবে। রাণাঘাটের স্টেশন থেকে বলিউডের এই পথ পরিক্রমায় অতীন্দ্র চক্রবর্তী নামে এক যুবক ভগবানের দূত হয়ে এসেছিলেন রাণুদির। রাণাঘাট স্টেশনের সেই রাণুদি, যার পোশাকি নাম রাণু মন্ডল। স্টেশনে বসে রাণুদির গাওয়া ‘এক প্যায়ার কা নাগমা’ গানটি ফেসবুকে লাইভ করেন অতীন্দ্র। এরপরই রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন তিনি। স্বয়ং হিমেশ রেশমিয়া ডেকে পাঠান ‘সুপারস্টার সিঙ্গারস’ নামের এক রিয়েলিটি শো-তে। গান গাওয়ার সুযোগ করে দেন বলিউডে।

এমন স্বপ্নের উত্থান যার, তাকে নিয়ে বায়োপিক হবে না তা কি কখনও হয়! সিনেমার গল্পকে হার মানানো এই জীবনে নিয়ে বড়পর্দায় সিনেমা তৈরী করতে আগ্রহী হয়েছেন প্রযোজকেরা। খুব সম্প্রতি রাণুদির জীবনকে সিনেমার পর্দায় দেখানোর কাজ শুরু হতে চলেছে। সবকিছু ঠিকঠাক চললে সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে শুটিং। গায়ক সিদ্ধার্থ রায় ওরফে সিধুর তৎপরতায় হৃষিকেশ মন্ডলের পরিচালনায় ছবির কাজ শুরু হবে। ছবির সংগীত পরিচালক সিধু নিজেই। ছবিটির বেশ কয়েকটি গানে কন্ঠ দেবেন রাণুদি স্বয়ং।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author