Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একুশের ভোটের আগে কলকাতা পুলিশে বড়সড় রদবদল, নতুন পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র

কলকাতা: নির্বাচনের (Election) আগে কলকাতা পুলিশে (Kolkata Police) ব্যাপক রদবদল। তার মধ্যে অন্যতম পরিবর্তন আনা হল কলকাতার (Kolkata) পুলিশ কমিশনার (Police Commissioner) পদে। কলকাতার নয়া পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র…

Avatar

কলকাতা: নির্বাচনের (Election) আগে কলকাতা পুলিশে (Kolkata Police) ব্যাপক রদবদল। তার মধ্যে অন্যতম পরিবর্তন আনা হল কলকাতার (Kolkata) পুলিশ কমিশনার (Police Commissioner) পদে। কলকাতার নয়া পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র (Soumen Mitra)। এতদিন রাজ্য পুলিশের এডিজি (ADG) ট্রেনিং পদে ছিলেন তিনি। পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে এডিজি সিআইডি (ADG-CID),পদে গেলেন অনুজ শর্মা (Anuj Sharma)। এখন থেকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ সামালাবেন তিনি। সব মিলিয়ে মোট ২৪ জন আধিকারিকের রদবদলের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

এর আগেও কলকাতা পুলিশের কমিশনারের পদে ছিলেন সৌমেন মিত্র। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব সামলেছিলেন তিনি। সেই সময় রাজীব কুমারের জায়গায় সিপি পদে আনা হয় তাঁকে। নির্বাচনে কড়া হাতে আইন শৃঙ্খলা সামাল দেওয়ার জন্য বিভিন্ন মহলের প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। যদিও তার পরে অবশ্য তাঁকে রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে ট্রান্সফার করা হয়। এপর ২০২১-এর নির্বাচনের আগে ফের কলকাতার পুলিশ কমিশনার পদে এলেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও আরও যে সমস্ত রদবদল হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য, এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামিম, এডিজি এপি হলেন জ্ঞানবন্ত সিং, এডিজি দক্ষিণবঙ্গ পদে এলেন সিদ্ধিনাথ গুপ্তা এবং এডিজি ট্রেনিং হলেন দেবাশিস রায়। এছাড়াও বিধাননগরের পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার, ব্যারাকপুরের পুলিশ কমিশনার হলেন অজয় কুমার নন্দা ও আইজিপি সিআইএফ হলেন মনোজ কুমার ভর্মা।

একুশের ভোটের আগে কলকাতা পুলিশে বড়সড় রদবদল, নতুন পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র

প্রসঙ্গত কলকাতা ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন বিরোধীরা। অভিযোগের প্রেক্ষিতে হয়ত পদক্ষেপ করত নির্বাচন কমইশনই। সেক্ষেত্রে নতুন করে যাতে আর অভিযোগ না ওঠে সেই কারণেই হয়ত আগেভাবে পুলিশে রদবদল আনা হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

About Author