আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।
মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। কখনও কখনও পশুপাখিদের অদ্ভুত কীর্তি দেখে হাসির রোল ওঠে ইন্টারনেটে, তো আবার কখনও পশুদের হিংস্রতা দেখে গায়ে কাঁটা দেয়। সম্প্রতি বাচ্চা হাতির একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে নেটিজেনদের। ঠিক কি হয়েছিল? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআসলে ভিডিওতে দেখা গিয়েছে একটি বাচ্চা হাতিকে কান্ড করতে। ওই ব্যক্তিটি ওই বাচ্চা হাতির সাথে খেলা করছিল। হটাৎ করে ওই ব্যক্তির ওপর চড়ে যায় হাতিটি। হাতিটি খেলার ছলে করলেও ওই ব্যক্তির হাতির তলায় পিষে যাওয়ার অবস্থা হয়। পরে অবশ্য হাতিটিকে সরিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এই ভিডিওটি ইন্টারনেটে তুমুল ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওটি ইনস্টাগ্রামে naturre এবং animals_being_epic উভয় পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ১৬ হাজারের বেশি মানুষের লাইক পেয়েছে। ভিডিওটিতে লোকজন প্রচুর মন্তব্য করছেন।