Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার সম্ভাব্য ওষুধ স্কুলের ল্যাবে তৈরি করল এই ভারতীয় কন্যা

টেক্সাস: গোটা বিশ্ব যখন করোনা মোকাবিলার জন্য ওষুধ এবং ভ্যাকসিন তৈরিতে রাতের ঘুম ছুটে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, ঠিক তখন মাত্র চৌদ্দ বছর বয়সের এক ভারতীয় বংশোদ্ভূত কন্যা করোনার চিকিৎসা…

Avatar

টেক্সাস: গোটা বিশ্ব যখন করোনা মোকাবিলার জন্য ওষুধ এবং ভ্যাকসিন তৈরিতে রাতের ঘুম ছুটে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, ঠিক তখন মাত্র চৌদ্দ বছর বয়সের এক ভারতীয় বংশোদ্ভূত কন্যা করোনার চিকিৎসা পদ্ধতির সম্ভাব্য ওষুধ বাতলালো। কার্যত তার কাছেই আলো খুঁজছে গোটা বিশ্ব। এই নাবালিকার নাম অনিকা চেবরোলু। ভারতীয় বংশোদ্ভূত এই নাবালিকা টেক্সাসের বাসিন্দা। এই নাবালিকা এক যৌগ আবিষ্কার করেছে, যা মুক্তি দেবে করোনার হাত থেকে।

নিজের আবিষ্কার সম্পর্কে অনিকা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি একটা যৌগ আবিষ্কার করেছি। এই সিসার যৌগ কোভিড স্পাইক প্রোটিনের সঙ্গে যুক্ত হলে প্রোটিনটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।” তবে প্রথমে অনিকা তার এই গবেষণা চালাচ্ছিল ইনফ্লুয়েঞ্জাকে কাবু করার জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনা যেভাবে গোটা বিশ্বের মতো আমেরিকাতেও থাবা বসিয়েছে, তার ফলে নিজের গবেষণার অভিমুখ বদলে ফেলে সে। পরবর্তীকালে তার গবেষণা করোনা মোকাবিলার ক্ষেত্রে এগিয়ে যায় এবং তা সম্পন্ন হওয়ার পর সেই আবিষ্কার সর্বসমক্ষে প্রকাশ করা হল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা মোকাবিলার ক্ষেত্রেই যে গবেষণা করেছে অনিকা, তার জন্য এই নাবালিকাকে পুরষ্কার হিসেবে ২০২০ থ্রিএম ইয়ং সাইন্টিস্ট চ্যালেঞ্জের পক্ষ থেকে ২৫ হাজার ডলার অর্থপুরস্কার। ভারতীয় কন্যার এই আবিষ্কারকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব।

About Author