আগাম জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে। তাই এবার সরাসরি সিবিআইয়ের কাছে আবেদন করলেন আইপিএস রাজীব কুমার। এই নিয়ে শুক্রবার নিজের আইনজীবী মারফত সিবিআইকে একটি নোটিশ পাঠান রাজ্যের এই আইপিএস অফিসার। তিনি এখনও আগাম জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আজ আবার আদালতে আবেদন করতে চলেছেন তিনি। আলিপুর আদালতে আজ রাজীব কুমারের আইনজীবী আবার এই নিয়ে আবেদন জানাবেন। আজই বিষয়টি নিয়ে সওয়াল হতে পারে। দুপুর ১২ টার দিকে আদালতে উপস্থিত হবেন সিবিআইয়ের আইনজীবীরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআদালত রাজীব কুমারের রক্ষা কবজ তুলে নেওয়ার পর থেকেই আত্মগোপন করে রয়েছেন তিনি। সারদা মামলায় জিজ্ঞাসাবাদের প্রয়োজনে রাজীব কুমারকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় আদালত। প্রয়োজনে গ্রেপ্তার করা যাবে বলেও জানায় আদালত। তারপর থেকেই সিবিআইয়ের অফিসারেরা হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছেন রাজ্যের এই আইপিএস অফিসারকে।
এমনকি লুক আউট নোটিশও জারি করে সিবিআই। কিন্তু খোঁজ মেলেনি তাঁর। এরই মধ্যে মত বদল করে সিবিআই। সাক্ষী নয় অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চান রাজীব কুমারকে। তাঁদের দাবি সারদা মামলায় বহু নথি নষ্ট করেছেন রাজ্যের এই আইপিএস অফিসার।