Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক ধাক্কায় অনেকটা নিম্নমুখী হল অপরিশোধিত তেলের দাম, জানুন এই মাসের তেলের নতুন দাম

দেশে বেশ কিছু বছর ধরে পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় একই জায়গাতে রয়েছে। যদিও এইবারে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে এলো একটা বড় খবর। আসলে বৈদেশিক বাজারে অপরিশোধিত তেলের…

Avatar

দেশে বেশ কিছু বছর ধরে পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় একই জায়গাতে রয়েছে। যদিও এইবারে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে এলো একটা বড় খবর। আসলে বৈদেশিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেশ অনেকটা কমে গিয়েছে এবং সেই কারণে দেশীয় বাজারেও কমেছে তেলের দাম। জানুয়ারি মাসের পরে প্রথমবার এই ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৮৫ ডলার হয়ে দাঁড়িয়েছে। এদিক থেকে দেখতে গেলে, আগামী কয়েক দিন এই পেট্রোল এবং ডিজেলের দাম আরো কমতে পারে বলে মনে করা হচ্ছে।

আসলে, আগামী কয়েকদিনে সারা বিশ্বে মন্দার আশঙ্কা করা হচ্ছে। সারা বিশ্বের বিভিন্ন ব্যাংক তাদের সুদের হার বৃদ্ধি করা শুরু করেছে। এই কারণেই সারা বিশ্বে মন্দা তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানির চাহিদা কম হওয়ার আশঙ্কা এবং মার্কিন ডলারের দাম বৃদ্ধি হওয়ার ফলে যে সমস্ত দেশে ডলার চলেনা সেখানে গ্রাহকের অপরিশোধিত তেল ক্রয় করার ক্ষমতা সীমিত হচ্ছে। সোমবার দ্বিতীয় দিনে তেলের দাম আবারও কমেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নভেম্বর সেটেলমেন্টের জন্য ব্রেন্ট ক্রুড অয়েলের বায়দা মূল্য ১.৩৫ মার্কিন ডলার কমেছে। ১.৫৭% নিচে নেমে এই মূল্য ৮৪.৮ মার্কিন ডলার প্রতি ব্যারেল মূল্যে দাঁড়িয়েছে। ১৪ জানুয়ারির পরে এটি সব থেকে কম দাম। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস ইন্টারমিডিয়েট নভেম্বর ডেলিভারির জন্য বায়দা মূল্য ১.১৫ ডলার অথবা ১.৪৬% কমে গিয়ে ৭৭.৫৯ ডলার প্রতি ব্যারেল দাঁড়িয়েছে। WTI ৭৭.২১ মার্কিন ডলারের নেমে এসেছে যা ৬ জানুয়ারির পর সর্বনিম্ন স্তর। একই সময়ে শুক্রবার উভয় ভ্যালু প্রায় ৫% কমেছে।

এছাড়াও সোমবার ডলার সূচক কুড়ি বছরের সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। অন্যদিকে ভারতীয় মুদ্রা রুপির আরো পতন ঘটেছে। সোমবার রুপি এক মার্কিন ডলারের বিপরীতে ৮১.৭৬ টাকার স্তরে পৌঁছেছে।

About Author