Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্ত্রীদের স্বভাব নিয়ে খোলাখুলি আলোচনা করলেন কপিল শর্মা, ভিডিও দেখে হাসির রোল ইন্টারনেটে

কৌতুক জগতের বাদশা নামটা শুনলেই সকলের মনে বিখ্যাত বলিউড অভিনেতা কপিল শর্মার নামটা ভেসে ওঠে। তাঁর অসাধারণ প্রতিভার ফ্যান আট থেকে আশি সকলেই। সোনি টিভি চ্যানেলে সম্প্রচারিত "দ্য কপিল শর্মা…

Avatar

কৌতুক জগতের বাদশা নামটা শুনলেই সকলের মনে বিখ্যাত বলিউড অভিনেতা কপিল শর্মার নামটা ভেসে ওঠে। তাঁর অসাধারণ প্রতিভার ফ্যান আট থেকে আশি সকলেই। সোনি টিভি চ্যানেলে সম্প্রচারিত “দ্য কপিল শর্মা শো” ব্যাপক জনপ্রিয়। দীর্ঘ কয়েক বছর ধরে এই শোয়ের টিআরপি শীর্ষে রয়েছে। কপিল শর্মা এবং অন্যান্যদের তুখোড় কৌতুক অভিনয় এই শোয়ের প্রাণ। কপিল শর্মা শুধুমাত্র কমেডির দমে গোটা ভারতে প্রথম সারির অভিনেতার তালিকায় থাকেন। সম্প্রতি এর নতুন সিজন শুরু হয়েছে। আর শুরুর পর থেকেই ইন্টারনেট দুনিয়াতে বারবার ভাইরাল হচ্ছে নতুন সিজনের বেশ কিছু ক্লিপ।

বরাবর কপিল শর্মা তার কমেডি সেন্স দিয়ে, এই কৌতুক রিয়েলিটি শোটিকে বাঁচিয়ে রেখেছেন। তাঁর ডায়লগ ডেলিভারি এবং কমেডি ধাঁচের কথাবার্তা বলার ধরন শোয়ের মূল প্রাণ। সম্প্রতি এই শোয়ের একটি এপিসোডের বেশ কিছু ক্লিপ ইন্টারনেট দুনিয়াতে ছড়িয়ে পড়েছে যা দেখলে হাসতে বাধ্য হবেন আপনিও। আগের মতই এই শোয়ে বিচারকের আসনে বসেন অর্চনা পুরাণ সিং। সম্প্রতি শো এর মধ্যে অর্চনা এবং কপিল শর্মার কথোপকথন হাসির রোল তুলেছে। ঠিক কি বলেছিলেন কপিল শর্মা? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কপিল শর্মা শো আসলে সেদিনকার এপিসোডে বর্ণনা করছিলেন প্রত্যেক স্ত্রী কেমন হয়। তিনি রসিকতা করে বলেন, “প্রথমে স্ত্রী আপনার জন্য নিজেকে পরিবর্তন করবে। কিন্তু সেই পরিবর্তন হবে ১০ শতাংশ। আপনি যেই ইমপ্রেস হয়ে যাবেন তখনই আসতে আসতে নিজের ফর্মে ফিরতে শুরু করবে আপনার স্ত্রী। প্রথমে ঘরের পর্দা পরিবর্তন করবেন এবং তারপর পর্দার সাথে মানানসই সোফা সেট কিনবেন আপনার স্ত্রী। তারপর বাড়িটা বাপের বাড়ি মত হয়ে গেলে সে আর কখনোই বাপের বাড়ি যাবে না।” এই কথা শুনে হাসিতে লুটোপুটি খেতে শুরু করেন সকলেই। খুব শীঘ্রই এই এপিসোডটি সম্প্রচারিত হবে। আপনি যদি এর কিছু ক্লিপ দেখতে চান তাহলে এখানেই দেখে নিন।

About Author