Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একসময় স্ত্রীর ভরসায় সংসার চলতো এই বলিউড তারকাদের,‌ সমস্ত সমস্যা কাটিয়ে এখন তারা হয়েছেন সুপারস্টার

বলিউডে একেবারে শুরু থেকে লড়াইটা শুরু করা সবার পক্ষে এতটা সহজ কিন্তু হয় না। অনেক সময় এমন অনেক তারকা থাকেন যারা একেবারে শূন্য থেকে শুরু করেন। তাদের জার্নিটা থাকে একেবারেই…

Avatar

বলিউডে একেবারে শুরু থেকে লড়াইটা শুরু করা সবার পক্ষে এতটা সহজ কিন্তু হয় না। অনেক সময় এমন অনেক তারকা থাকেন যারা একেবারে শূন্য থেকে শুরু করেন। তাদের জার্নিটা থাকে একেবারেই অন্যরকম। বলিউডের একাধিক নামিদামি ব্যক্তিত্ব একসময় স্ট্রাগলার হিসেবে পরিচিত ছিলেন মুম্বাইয়ের মায়ানগরীতে। সেই সময় তাদের স্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে নানাভাবে করেছেন সাহায্য। একাধিক সাক্ষাৎকারে এই সমস্ত কথা ফাঁস করেছেন সেই তারকারা।

একসময় স্ত্রীর ভরসায় সংসার চলতো এই বলিউড তারকাদের,‌ সমস্ত সমস্যা কাটিয়ে এখন তারা হয়েছেন সুপারস্টার

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই তালিকায় প্রথমেই রয়েছেন অভিনেতা শাহরুখ খান। করন জোহরের একটি অনুষ্ঠানের শাহরুখ খান ফাঁস করেছেন করোনা কালে তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তার স্ত্রী গৌরী খান। জানা গিয়েছে শাহরুখ খানের ক্যারিয়ার যখন শুরু হচ্ছে সেই দিনগুলিতে যখন তার হাতে টাকা ছিল না সেই সময় বিভিন্ন জায়গায় কাজ করে সংসার টানার কাজ করেছেন গৌরি খান।

একসময় স্ত্রীর ভরসায় সংসার চলতো এই বলিউড তারকাদের,‌ সমস্ত সমস্যা কাটিয়ে এখন তারা হয়েছেন সুপারস্টার

পুরনো একটি সাক্ষাৎকারে অভিনেতা তথা টেলিভিশন সঞ্চালক মনীশ পল জানিয়েছিলেন টানা এক বছর পর্যন্ত বেকার ছিলেন তিনি। সেই সময় কোন কাজ ছিল না তার হাতে। কিন্তু সেই সময় তার স্ত্রী তার পাশে ছিলেন এবং সেই সময় তার সংসারের সমস্ত দায়িত্ব সামনে ছিলেন তার স্ত্রী। তার উপার্জনেই পুরো সংসার চলছিল তাদের।

একসময় স্ত্রীর ভরসায় সংসার চলতো এই বলিউড তারকাদের,‌ সমস্ত সমস্যা কাটিয়ে এখন তারা হয়েছেন সুপারস্টার

বলিউডের শুরুর দিনগুলিতে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে অভিনেতা আয়ুষ্মান খোরানাকে। সেই সময় তার হাতে একেবারেই কাজ ছিল না। তৎকালীন সময়ে তার স্ত্রী তাহিরা ছিলেন কলেজ শিক্ষিকা। স্ত্রীর উপার্জনে একসময় সংসার চলেছিল তাদের দুজনের।

একসময় স্ত্রীর ভরসায় সংসার চলতো এই বলিউড তারকাদের,‌ সমস্ত সমস্যা কাটিয়ে এখন তারা হয়েছেন সুপারস্টার

আর এই তালিকায় এই সমস্ত অভিনেতাদের ছাড়াও রয়েছেন বর্তমানে ওয়েব সিরিজ দুনিয়ার বস, পঙ্কজ ত্রিপাঠি। মুম্বাইয়ের শুরুর দিনগুলিতে কাজের জন্য লোকের দরজায় দরজায় ঘুরতে হয়েছিল পঙ্কজ ত্রিপাঠিকে। সেই সময় স্ত্রী মৃদুলা ত্রিপাঠির উপার্জনে সংসার চালিয়েছিলেন তিনি। তবে নিজের স্ত্রীর মতো সঙ্গিনী পেয়ে নিজেকে সব সময় গর্বিত বলে মনে করেন পঙ্কজ ত্রিপাঠী।

About Author