এর পরের ক্লিপে আবার দেখা যায়, অজয় দেবগন দাঁড়িয়ে রয়েছেন একটি শৌচাগারের ভিতরে এবং মুখে রয়েছে একটি না জ্বালানো সিগারেট। হাতে রয়েছে একটি লাইটার। এক ব্যক্তি বেসিনে হাত ধুতে বললেন, “এখানে সিগারেট খাওয়া যাবে না।” লাইটারে খুট করে আওয়াজ করতে করতে অজয় ভারী গলায় বললেন, “জ্বালাইনি তো।” এই ভিডিওটি পোস্ট করে অজয় তার স্ত্রীর প্রশংসা করে লিখেছেন, এখানে কাজল আমাকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে, অজয়ের পোষ্টের নিচে কমেন্ট বক্সে কাজল লিখলেন, “চিন্তা করো না, সিগারেটের টান দেওয়ার কথা এখনো ভাবি নি।”
চিন্তা নেই, এখনো সিগারেটের ভাবনা মাথায় আসেনি, অজয়কে আশ্বাস দিলেন কাজল
তারকা দম্পতির মধ্যে চলছে জোর টক্কর। প্রতিযোগিতার সূচনা করে নিজেই ফলাফল ঘোষণা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। চ্যালেঞ্জ টা হল এটা নিয়ে কে ভালো সিগারেট হাতে নিয়ে সংলাপ বলতে…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?