ছোটপর্দার অন্যতম পরিচিত অভিনেত্রী শামা সিকান্দার। ১৯৯৮ সাল থেকে অভিনয় জগতের সাথে পরিচয় তার। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও দর্শকমহলে পরিচিতি পেয়েছেন ছোটপর্দার হাত ধরেই। ১৯৯৮ সালে ‘প্রেম আগুন’এ একটি ছোট চরিত্রে অভিনয় করেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর অন্যতম জনপ্রিয় ছবি ‘মন’এও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ধারাবাহিক ‘ইয়ে মেরি লাইফে হ্যায়’তে অভিনয় করেছিলেন তিনি। আর এই ধারাবাহিকের সূত্র ধরেই দর্শকমহলে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন শামা।বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ শামা সিকান্দার। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি, যা খুব স্বাভাবিকভাবেই উষ্ণতা ছড়ায় সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি মুগ্ধ করে তার অগণিত ভক্তদের। সম্প্রতি নিজের একটি বোল্ড ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, যা দেখে রীতিমত হুঁশ উড়ছে তার ভক্তমহলের অধিকাংশের। আপাতত বলাই বাহুল্য, তার শাড়ি লুক তাকে আরও বেশি লস্যময়ী করে তুলেছে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নস্যি রঙের সুতির হ্যান্ডলুম শাড়িতে দেখা মিলেছে অভিনেত্রীর। নুড মেকাপে আলগা বিনুনি করেছিলেন তিনি। এই লুকে কালো ব্রাতেই দেখা দিয়েছেন তিনি। তার চোখে মুখে ছিল আবেদনের ছোঁয়া। এবারের রেট্রো লাইটেই নিজের এই সাম্প্রতিক ইনস্টারিলটি বানিয়েছেন তিনি। কখনো ঘরের করিডোরে আবার কখনো কোন একটি মূল্যবান শোপিসের পাশে দাঁড়িয়েই বানিয়েছেন ভিডিও। ব্যাকগ্রাউন্ডে চলছিল নাইন্টিজের বলিউড গান ‘হুমা হুম হুমা’, যা তার এই রিল ভিডিওটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে। পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, জনগণের দাবিতেই শাড়ি লুকে এই ভিডিও বানিয়েছেন তিনি। এই মুহূর্তে নিজের ভক্তদের মাঝে এই লুকেই আগুন ছড়িয়েছেন শামা সিকান্দার। পাশাপাশি মুগ্ধ করেছেন নেটজনতাকেও, কমেন্টবক্সে চোখ রাখলেই তা স্পষ্ট হবে।