Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টিভি ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীরা টিআরপির জন্য সমস্ত সীমা অতিক্রম করেছেন, এত সাহসী দৃশ্য দিয়েছেন

টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয়তা নির্ভর করে দর্শকদের পছন্দের উপর। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক কোন স্থানে থাকবে! অনেকসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই ধারাবাহিকের গল্পের ধারা ঠিক করা হয়।…

Avatar

টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয়তা নির্ভর করে দর্শকদের পছন্দের উপর। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক কোন স্থানে থাকবে! অনেকসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই ধারাবাহিকের গল্পের ধারা ঠিক করা হয়। সেক্ষেত্রে প্রয়োজনে ঐ নির্দিষ্ট ধারাবাহিকের মুখ্য চরিত্ররা দর্শকদের নজর টিকিয়ে রাখার জন্য পর্দার সামনেই চূড়ান্ত রোমান্টিক দৃশ্যে অভিনয় করে থাকেন। আর কিছু কিছু ক্ষেত্রে সেই দৃশ্যই সমস্ত সীমা পেরিয়ে যায়। এই মুহূর্তে সেই সূত্র ধরেই বেশ কয়েকটি ধারাবাহিক ও তাদের মুখ্য চরিত্রদের প্রসঙ্গ উঠে এসেছে।।

১) স্বপ্নে সুহানে লাদাখপান কে- জি টিভিতে সম্প্রচারিত হতো এই ধারাবাহিক। এই ধারাবাহিককে মুখ্য ভূমিকায় রূপল ত্যাগী, অঙ্কিত গেরা, মহিমা মাখাবানার দেখা মিলেছিল। এই ধারাবাহিকেই একাধিক রোমান্টিক দৃশ্য দর্শকদের চাহিদা অনুযায়ী রাখা হয়েছিল। আর সেইসমস্ত রোমান্টিক এপিসোডগুলি যে দর্শকদের নজর টেনেছিল তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) সাড্ডা হাক- দর্শকদের মাঝে এই ধারাবাহিক তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। এতে মুখ্য ভূমিকায় দেখা মিলেছিল পরম সিং ও হার্ষিতা গৌরকে। তাদের অনস্ক্রিন রোমান্স সেইসময় তুমুল সারা ফেলেছিল দর্শকদের মাঝে। ধারাবাহিকে তাদের একটি লিপলকের দৃশ্য ছিল, যা এখনো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতাতে।

৩) ইস পেয়ার কো কেয়া নাম দু- স্টার প্লাসের এই ধারাবাহিকে বরুণ সাবতি ও সানায়া ইরানির জোরি তুমুল নজর কেড়েছিল সকলের। একাধিক দৃশ্যে চূড়ান্ত রোমান্টিক হতে দেখা গিয়েছিল তাদের। তাদের সেই সমস্ত আনস্ক্রিন রোমান্স এখনো ভাইরাল রয়েছে নেটদুনিয়ায়। বলাই বাহুল্য টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি তারা।

৪) এক থা রাজা এক থা রানি- ধ্রাষ্টি ধামি ও সিদ্ধান্ত কার্নিকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল এই ধারাবাহিকে। দর্শকদের মাঝেও নিজেদের অনস্ক্রিন রসায়নের জন্য তুমুল চর্চিত ছিলেন তারা। দর্শকদের চাহিদা অনুযায়ী একাধিক বোল্ড রোমান্টিক দৃশ্যেও দেখা মিলেছে তাদের। সম্প্রতি আবারও সেই সূত্র ধরেই চর্চায় এই অনস্ক্রিন তারকা জুটি।

৫) কিতনি মহাব্বাত হ্যায়- এই ধারাবাহিকে কারাণ কুন্দ্রা ও কৃত্তিকা কামড়ার জুটি নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি যাদের অনস্ক্রিন রোমান্স ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল আরো। পর্দায় তাদের একসাথে দেখতে পছন্দও করতেন দর্শকরা। এই দুই তারকার পাশাপাশি ধারাবাহিকের নজর কেড়েছিলেন শ্রেষ্ঠ কুমারও।

About Author