এই মুহূর্তে অভিনেত্রী নিজের যে লুকের সূত্র ধরে চর্চায় রয়েছেন সেখানে মোনালিসাকে ব্লু ডেনিম ও গোলাপি রঙের ব্যাকলেস, ডিপ ব্রেস্ট কাটিং ক্রপটপে দেখা গিয়েছে। সম্ভবত নিজের বাড়িতেই এই ছবিগুলি তুলেছেন তিনি। কখনো কাঁচের জানলার সামনে দাঁড়িয়ে, কখনো চুলে হাত দিয়ে, আবার কখনো চেয়ারে বসেই পোজ দিয়েছেন তিনি। একেবারে হালকা সাজে, খোলা চুলে ছিলেন অভিনেত্রী। গলায় ছিল একটি সরু পেনডেন্ট। এই পোশাকেই ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে বেশ কয়েকটি ছবি তুলেছেন মোনালিসা। আপাতত মোনালিসার এই ক্যাজুয়াল লুকেই ঘায়েল তার ভক্তমহল, কমেন্টবক্সে চোখ রাখলেই তা স্পষ্ট হবে।
Monalish: পিঠ খোলা পোশাকে হালকা সাজে মোনালিসা, ক্যাজুয়াল লুকেই মন কাড়লেন ভক্তদের
অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন