Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোর মরশুমে সস্তা হল সোনা, ৫০ হাজার টাকার নীচে নামল সোনা, জানুন আজকের দাম

ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষের সময়কাল এবং এই সময় সারা ভারতেই সোনা এবং রুপোর চাহিদা অনেকটাই কম। এছাড়াও অন্তরাষ্ট্রীয় বাজারে সোনা এবং রুপোর দাম অনেকটাই নিম্নমুখী হতে শুরু করেছে…

Avatar

ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষের সময়কাল এবং এই সময় সারা ভারতেই সোনা এবং রুপোর চাহিদা অনেকটাই কম। এছাড়াও অন্তরাষ্ট্রীয় বাজারে সোনা এবং রুপোর দাম অনেকটাই নিম্নমুখী হতে শুরু করেছে বিগত কয়েকদিন যাবত। এই সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারের উপরেও। বিগত কয়েক দিনের মতো আজকেও সোনা এবং রুপোর দাম সর্বাধিক স্তর থেকে রয়েছে কিছুটা নিচে।

আজ কলকাতা এবং ভারতের সমস্ত অর্থবাজারে এমসিএক্স সূচকে সোনার দাম ২৫৩ টাকা বা ০.৫১ শতাংশ নিম্নমুখী হয়েছে। এই মুহূর্তে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৬৫ টাকায়। অন্যদিকে রুপোর দাম কমেছে ২২৭ টাকা বা ০.৪০ শতাংশ। এই মুহূর্তে এমসিএক্স সূচাকে প্রতি কিলোগ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৫৯ টাকা। অর্থনীতিবিদদের আশা করছেন অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত, এরকম ভাবেই সোনা এবং রুপোর দাম নিম্নমুখী হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাইকারি বাজারের পাশাপাশি খুচরো বাজারেও একই রকম ভাবে সোনা এবং রূপো হয়েছে সস্তা। ভারতের বিভিন্ন খুচরো বাজার যেমন, দিল্লী, মুম্বাই, পাটনা, জয়পুর, লখনৌ, কলকাতা চেন্নাই এবং হায়দ্রাবাদে এক ধাক্কায় অনেকটা নিম্নমুখী হয়ে গিয়েছে সোনা এবং রুপোর দাম। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ২০০ টাকা কমে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম ২২০ টাকা কমে ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৫৬০ টাকা।

মুম্বাইতে এই দাম কিছুটা হলেও আলাদা। ভারতের বাণিজ্য নগরীতে ২২ ক্যারেট সোনার দাম ২০০ টাকা কমে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ৪৬ হাজার ২০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার দাম ২২০ টাকা কমে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫০,৪০০ টাকা। কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম ২০০ টাকা কমে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ৪৬ হাজার ২০০ টাকা। এবং মুম্বাই এর মতই ২৪ ক্যারেট পাকা সোনার দাম ২২০ টাকা কমে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫০,৪০০ টাকা।

ভারতের অন্যান্য শহরেও মুম্বাই এবং কলকাতার সোনার দাম কার্যকরী রয়েছে। জয়পুর এবং লখনৌতে এই সোনার দাম একটু হলেও আলাদা। তবে, ভারতের অন্যান্য জায়গাতে রুপোর দাম মোটামুটি একই রকম।

About Author