Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ritabhari Chakraborty: সুইমিংপুলেই অর্ধ নিমজ্জিত ঋতাভরী, কমলা বিকিনিতে নজর কাড়লেন ভক্তদের

টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী চিরকালই স্পষ্টবক্তা। অভিনয় দক্ষতার পাশাপাশি তার রূপের জৌলুস বাড়ছে দিন দিন। টলিউড থেকে বলিউড সব জায়গাতেই রাজত্ব তার। বড়পর্দার পাশাপাশি ওয়েব প্লাটফর্মেও একাধিক হিট…

Avatar

টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী চিরকালই স্পষ্টবক্তা। অভিনয় দক্ষতার পাশাপাশি তার রূপের জৌলুস বাড়ছে দিন দিন। টলিউড থেকে বলিউড সব জায়গাতেই রাজত্ব তার। বড়পর্দার পাশাপাশি ওয়েব প্লাটফর্মেও একাধিক হিট কাজ করে ফেলেছেন তিনি। একজন ভালো ও সাহসী অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে বাস্তব জীবনেও তিনি যে পোশাকের দিক দিয়ে বেশ সাহসী তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই ঝলক মিলবে তার।

মাঝে দুটো বড় অপারেশন হয়েছিল অভিনেত্রীর। সেইসময় মানসিক ভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পাশাপাশি বেশ কিছুটা ওজনও বেড়ে গিয়েছিল তার। সেইসময় বিভিন্ন কারণে একাধিক কটাক্ষ জনক মন্তব্যও শুনতে হয়েছিল তাকে। তবে সেইসমস্ত বিষয় যে তার কাছে বিশেষ গুরুত্ব পায় না, তা অজানা নয় কারোরই। তবে এই মুহূর্তে নিজের শেয়ার করা সাম্প্রতিক বেশ কয়েকটি ছবির সূত্র ধরেই চর্চার আলোয় ঋতাভরী চক্রবর্তী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে অভিনেত্রী নিজের যে ছবিগুলির সূত্র ধরে নেটমাধ্যমে তার অনুরাগীদের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন, সেখানে কমলা রঙের বিকিনিতে সুইমিং পুলের জলে অর্ধ নিমজ্জিত অবস্থায় ছিলেন তিনি। জলের মধ্যে থেকেই নিজের তোলা একাধিক সেলফি শেয়ার করেছেন ঋতাভরী, যা দেখেই তার ভক্তমহলের একাংশ কুপোকাত। আর সেই ছবি ভাইরাল হতেই অভিনেত্রী উষ্ণতা ছড়িয়েছেন নেটমহলে, একথা অবশ্য বলার অপেক্ষা রাখছে না। এই ছবিগুলিতে বিনা মেকাপে, নিজের চির পরিচিত হাসি সাথে নিয়েই ছিলেন তিনি। পাশাপাশি ক্যাপশনে লিখেছিলেন, জীবনের খুব ছোট ছোট জিনিস তাকে খুশি করে দিতে পারে। আর তার মধ্যে সমুদ্র ও সুইমিংপুল অন্যতম।

পাশাপাশি পুজোর আগেই আরো একটি বোল্ড ফটোশুট সেরেছেন এই অভিনেত্রী। নিজের সেই লুকের একাধিক ঝলকও সোশ্যাল মিডিয়ার পাতায় তাকে শেয়ার করে নিতে দেখা গিয়েছে। এই ছবিতে একটু অন্যধরনের সাজেই দেখা গিয়েছিল তাকে। বোবো ডিজাইনের লং স্কার্ট ও কোর্টে দেখা দিয়েছেন তিনি। এই পোশাকে তার নীল অন্তর্বাস ছিল উন্মুক্ত। ওটিটি প্লের রেড কার্পেটের জন্য এই সাজে সেজে উঠেছিলেন ঋতাভরী, তা তার ক্যাপশন দেখেই স্পষ্ট হয়েছে সকলের কাছে। তার এই রেড কার্পেট লুক যে মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলকে, তা কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।

About Author