Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Subhashree: ‘বাংলায় কথা বলতে লজ্জা লাগে? ছেলের সঙ্গে ইংরাজিতে কথা বলতেই কটাক্ষের শিকার অভিনেত্রী

শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী প্রায়ই কারণে অকারণে চর্চায় থাকেন নেটদুনিয়ায়। তাদের যেকোনো কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। সম্প্রতি দু'বছরে পা দিল রাজ-শুভশ্রী পুত্র ইউভান। দু'বছর আগে তাদের কোল আলো…

Avatar

শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী প্রায়ই কারণে অকারণে চর্চায় থাকেন নেটদুনিয়ায়। তাদের যেকোনো কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। সম্প্রতি দু’বছরে পা দিল রাজ-শুভশ্রী পুত্র ইউভান। দু’বছর আগে তাদের কোল আলো করে এসেছিল সে। ছোট থেকেই সোশ্যাল মিডিয়ার সেনসেশন এই খুদে। এই মুহূর্তে নিজের জন্মদিনে বাবা-মায়ের সাথে সুইজারল্যান্ডে উড়ে গিয়েছে সে। ইতিমধ্যেই তার ঝলকও স্পষ্ট সোশ্যাল মিডিয়াতে।বিদেশে পাড়ি দেওয়ার আগেই বিমানবন্দর থেকে ইউভানের একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী। সেখানে নিজের ট্রলি নিয়ে এদিক-ওদিক দৌড়ে বেড়াতে দেখা গিয়েছিল তাকে। ভিডিওতে অভিনেত্রীর কণ্ঠস্বরও শোনা গিয়েছিল নেপথ্যে। সেখানেই অভিনেত্রী তার ইউভানকে ইংরাজিতে জিজ্ঞাসা করেছিলেন, সে কোথায় যাচ্ছে? তবে মায়ের কথায় পাত্তা না দিয়ে, সে নিজের খেয়ালই ছিল। তবে এই ভিডিও অভিনেত্রী শেয়ার করার পর থেকেই একাধিক কটাক্ষজনক মন্তব্য ছুটে এসেছে অভিনেত্রীর দিকে।
অভিনেত্রীর এই ভিডিও ভাইরাল হতেই নেটজনতার একাংশের দাবি তার বাংলায় কথা বলতে সমস্যা কোথায়? এমনকি কেউ কেউ এও জিজ্ঞাসা করেছেন, তার কি বাংলা বলতে লজ্জা করে? ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলে এমন নানা ধরনের মন্তব্যই চোখে পড়বে।
তবে এই সমস্ত কটাক্ষকে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। এবারেও অন্যথা হয়নি তার। এই মুহূর্তে নিজের ছেলে ইউভান ও রাজের সাথে চুটিয়ে সুইজারল্যান্ড ঘুরছেন শুভশ্রী। ছেলের জন্মদিনেও আদরে মাখানো পোস্ট করতে দেখা গিয়েছে তাকে। রঙ মিলিয়েই পড়েছেন পোশাক। ব্লু ডেনিমে ও নীল টি-শার্টে দেখা গিয়েছে ইউভানকে। পাশাপাশি অভিনেত্রীও ব্লু ডেনিমে ও জিন্সের শার্টে দেখা দিয়েছেন। ছেলেকে কোলে নিয়েই সুইজারল্যান্ডের রাস্তায় ছবি তুলে তা শেয়ার করেছেন তিনি। পিছিয়ে নেই রাজও, তার সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেই সেই ঝলক মিলবে। উল্লেখ্য কয়েকদিন আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘বিসমিল্লা’, যেখানে তার অভিনয় খুব স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সকলের। এবার পুজোয় নিজের আসন্ন ছবি ‘বৌদি ক্যান্টিন’ নিয়েও হাজির থাকতে চলেছেন শুভশ্রী। অপেক্ষায় তার ভক্তমহল।
About Author