Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শর্ট ড্রেস পরে OOPS MOMENT এর শিকার হলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর, দেখুন ভিডিও

শ্রীদেবী কন্যা জানভি কাপুর সোশ্যাল মিডিয়াতে সব সময় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তার ড্রেসিং সেন্স হোক বা তার সিনেমা, জাহ্নবী কাপুর সব সময় সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে থাকেন। কিছুদিন আগে…

Avatar

শ্রীদেবী কন্যা জানভি কাপুর সোশ্যাল মিডিয়াতে সব সময় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তার ড্রেসিং সেন্স হোক বা তার সিনেমা, জাহ্নবী কাপুর সব সময় সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে থাকেন। কিছুদিন আগে যেমন তাকে সারা আলী খানের সঙ্গে দেখা গিয়েছিল জিম করতে, তেমনি পার্টিতেও তিনি সমানভাবে সাবলীল। মাঝেমধ্যেই তাকে আমরা দেখতে পাই নিজের বোন খুশি কাপুরের সঙ্গে বিভিন্ন জায়গায় পার্টি করতে। এছাড়াও তিনি একজন ফ্যামিলি পারসনও বটে। নিজের বাবা এবং পরিবারের সঙ্গে একটা লম্বা সময় কাটাতেও তাকে দেখা গিয়েছে এর আগে।

তবে শুধুমাত্র এখানেই তিনি ক্ষান্ত নন, সোশ্যাল মিডিয়াতেও তিনি সমানভাবে জনপ্রিয় এবং একইভাবে সক্রিয়। মাঝেমধ্যেই আমরা তাকে দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে নানান রকম ভিডিও আপলোড করতে। জাহ্নবী কাপুর নিজের প্রোফাইলে নানা রকমের ডান্স ভিডিও আপলোড করেন এবং ভক্তদের সঙ্গে তার যোগাযোগ বজায় রাখেন। নিজের লুকস এবং নিজের স্টাইলিশ গেট আপের জন্য সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বলি দুনিয়াতেও তিনি সমানভাবে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে এই অভিনেত্রীর বেশ কিছু ভিডিও হয়ে থাকে নানাভাবে ভাইরাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি উপস মোমেন্ট এর শিকার হয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। আসলে তিনি একটি ড্রেস পরে সেটাকে আর সামলাতে পারছেন না সেই ভিডিওটিতে। এই ভিডিওটি ইউটিউবে বেশ ভাইরাল হয়ছে। তিনি নিজের লুকস বেশ কনফিডেন্সের সাথে পুল অফ করলেও তার এই লুকস পুরোপুরি ফেল করে দিয়েছে তার এই ড্রেসিং সেন্স। এই ড্রেস। তার এই পোশাকটি এতটাই ছোট এবং টাইট যে এই পোশাকের মধ্যে দিয়ে তার ক্লিভেজ স্পষ্ট দৃশ্যমান হচ্ছে। আর এই কারণেই তার এই লুক নিয়ে এখন সোশাল মিডিয়ায় বেশ চর্চা শুরু হয়েছে।

Note: প্রতিটি ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)
Disclaimer: ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবরটি তৈরি করা হয়েছে। bharatbarta তার পক্ষ থেকে এটি নিশ্চিত করে না।

About Author