Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহার্ঘ ভাতা কি পাবেন রাজ্যের কর্মচারীরা? কি জানাচ্ছে কলকাতা হাইকোর্ট

পুজোর আগে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা পাবেন কিনা, শুক্রবারেও স্পষ্ট হলো না সেই বিষয়টা। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আরজি জানিয়ে মামলা শুনানি শেষ হলো শুক্রবার।…

Avatar

পুজোর আগে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা পাবেন কিনা, শুক্রবারেও স্পষ্ট হলো না সেই বিষয়টা। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আরজি জানিয়ে মামলা শুনানি শেষ হলো শুক্রবার। তবে এখনো পর্যন্ত রায়দান স্থগিত রেখেছেন হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত।

এর আগে হাইকোর্টে রাজ্য সরকার মেনে নিয়েছিল, মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের একটি ন্যায় সংগত অধিকার। তার পাশাপাশি রোপো রুল মেনে নিয়ে ইতি মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছিল। তবে কেন্দ্রীয় হারে হাইকোর্ট মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল তা পুনঃবিবেচনার আর্জি জানিয়েছিলেন রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, বিচারপতি হরির টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। হঠাৎ সেই হার ৩১ শতাংশ। গত ১৯ আগস্ট সেই সময়সীমা শেষ হয়ে যায়। আর সেই সময় সীমার মধ্যেই হাইকোর্টের রায়ের পুনঃবিবেচনার আরজি জানিয়ে রাজ্য সরকার মামলা দায়ের করে হাইকোর্টে। সেই মামলা শুনানি আজকে হল শেষ। সম্ভাবনা রয়েছে, খুব শীঘ্রই হাইকোর্ট তার নির্দেশিকা জারি করবে এই মামলা প্রসঙ্গে।

About Author