Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিনকে টেকা দিতে ভারতে আইফোন তৈরি করবে টাটা গ্রুপ, বড় সিদ্ধান্ত নিল সংস্থা

চীনকে টেক্কা দিতে এবারে iphone উৎপাদন শুরু করবে ভারতের টাটা গ্রুপ। এই মুহূর্তে ভারতের সবথেকে বড় টেকনোলজি কংগ্লোমারেট সংস্থা হয়ে উঠেছে টাটা গ্রুপ। সব সময় ভারতের অন্যতম হিসেবে নিজেদেরকে সামনে…

Avatar

চীনকে টেক্কা দিতে এবারে iphone উৎপাদন শুরু করবে ভারতের টাটা গ্রুপ। এই মুহূর্তে ভারতের সবথেকে বড় টেকনোলজি কংগ্লোমারেট সংস্থা হয়ে উঠেছে টাটা গ্রুপ। সব সময় ভারতের অন্যতম হিসেবে নিজেদেরকে সামনে রাখে এই সংস্থা। তাই এবারে চীনকে টেক্কা দেওয়ার জন্যেও এগিয়ে আসতে চলেছে রতন টাটার এই সংস্থাটি। এতদিন পর্যন্ত শুধুমাত্র চীনে আইফোন তৈরি করা হতো। তবে এবার থেকে চীন ছাড়াও অন্যান্য জায়গায় iphone উৎপাদনের জন্য জোর দিয়েছে অ্যাপেল। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন টেক সংস্থাটি। এছাড়াও চীনের বিভিন্ন শহরে ঘন ঘন লকডাউনের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। এই পরিস্থিতি তাই এবারে আইফোন বিশ্বের অন্যান্য দেশে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল। আর সেই কাজে এবারে টিম কুকের সংস্থাকে সাহায্য করতে চলেছে টাটারা।

ভারতের নুন থেকে শুরু করে গাড়ি এবং সফটওয়্যার সবকিছুই তৈরি করে থাকে টাটা। তবে এতদিন পর্যন্ত ফোনের দিকে তাদের কোনরকম বাজার ছিল না। তাই এবারে ফোন উৎপাদনের জন্য কার্যত হাতে খড়ি করতে চলেছে এই ভারতীয় সংস্থাটি। ইতিমধ্যেই Wistron নামের একটি বিদেশি সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে টাটা গোষ্ঠী। বিদেশ থেকে আসা সমস্ত যন্ত্রাংশ অ্যাসেম্বেল করে এই দেশে স্মার্টফোন তৈরি করার পরিকল্পনা নিয়েছে টাটা গ্রুপ। তাইওয়ানের এই সংস্থাটির কাছ থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সাপ্লাই চেইন এবং এসেম্বলি সম্পর্কে সাহায্য নিতে পারে টাটা। এখনো আলোচনার পর্যায়ে এই প্রক্রিয়া থাকলেও খুব সম্ভবত প্রথম ভারতীয় সংস্থা হিসেবে টাটা গ্রুপ iphone উৎপাদনের বরাত পেতে চলেছে। এতদিন এই কাজ করতো Wistron ও Foxconn নামের দুটি তাইওয়ানের সংস্থা। এবারে চীন এবং ভারতে আইফোন তৈরি করার জন্য কাজ করবে এই দুটি সংস্থা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টাটা যদি এই বরাত পেতে পারে তাহলে উৎপাদন ক্ষেত্রে চীনকে টেক্কা দেবার জন্য বড় পদক্ষেপ গ্রহণ করতে পারবে ভারত। বিগত কয়েক দশক ধরে বিশ্বব্যাপী উৎপাদনের হাব হয়ে উঠেছিল চীন। অন্যদিকে অনেকটাই হারিয়ে গিয়েছিল ভারত। যদি অ্যাপেলের মত সংস্থা ভারতে এসেম্বলি iphone তৈরি করে তাহলে তা দেখে অন্যান্য টেক সংস্থাগুলি অনুপ্রাণিত হতে পারে এবং ভারতেও শুরু হতে পারে মোবাইল ইন্ডাস্ট্রির ব্যবসা।

পাশাপাশি এই মুহূর্তে কোভিড পরবর্তী পরিস্থিতিতে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমস্যা সৃষ্টি হয়েছে। পাশাপাশি চীনের বহু জায়গা থেকে আসছে লকডাউনের খবর। এই কারণে চীনের উপর থেকেই নির্ভরশীলতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বেশিরভাগ টেক সংস্থা। তার মধ্যে অগ্রজ অ্যাপেল। Iphone তৈরীর এই চুক্তি এখনো যদিও চূড়ান্ত হয়নি। তবে এই নিয়ে ইতিমধ্যেই টাটা গ্রুপের সঙ্গে একটি আলোচনা শুরু হয়ে গিয়েছে, আইফোন নির্মাতা সংস্থার। যদিও এখনও ব্যাপারটা রয়েছে আলোচনার স্তরে। এই কাজে এখনো অনেক পথ চলতে হবে টাটা গোষ্ঠীকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

About Author