Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Zareen Khan: শরীরচর্চার পোশাকের কারণে বিব্রত হতে হয়েছে জারিন খানকে, ইন্টারনেটে ভাইরাল ভিডিও

জারিন খান বলিউডের অন্যতম পরিচিত সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন। তামিল, তেলেগু ও পাঞ্জাবি ভাষাতেও ছবি করতে দেখা গিয়েছে তাকে। তারকা জগতের প্রথম সারির অভিনেত্রী হওয়ার সুবাদে প্রায়ই লাইম লাইটে থাকতে…

Avatar

জারিন খান বলিউডের অন্যতম পরিচিত সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন। তামিল, তেলেগু ও পাঞ্জাবি ভাষাতেও ছবি করতে দেখা গিয়েছে তাকে। তারকা জগতের প্রথম সারির অভিনেত্রী হওয়ার সুবাদে প্রায়ই লাইম লাইটে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে সম্প্রতি নিজের একটি পুরনো শরীরচর্চার ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে আবারো চর্চার আলোয় উঠে এসেছেন জারিন খান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৩ বছর আগে ‘টেলি টুইটস্’ থেকে জারিন খানের শরীর চর্চার এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যা পুনরায় চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে নেটজনতার একাংশের মাঝে। এমনকি অভিনেত্রীর ভাইরাল হওয়া শরীরচর্চার এই ভিডিওটির জন্যই এই মুহূর্তে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। অভিনেত্রীর পোশাকের জন্যই তার দিকে নেটজনতার একাংশ কটাক্ষের তীর ছুঁড়ে দিয়েছেন। ছবিতে প্রিন্টেড একটি স্ক্রিন-টাইট প্যান্ট ও একটি সাদা টি-শার্টে দেখা মিলেছিল অভিনেত্রীর। তবে এর প্রতিক্রিয়ায় অভিনেত্রী কখনোই কিছু বলেননি।

অভিনয় জগতের তারকা হওয়ার সুবাদে প্রায়ই এমন ধরনের বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হয় জারিন খানকে। বলাই বাহুল্য, ফিল্মি দুনিয়ার যেকোন তারকাকেই এমন একাধিক ঘটনার সম্মুখীন হতে হয় প্রায়ই। এমন ধরনের ঘটনায় তারা যে রীতিমতো অভ্যস্ত, তা তাদের হাবে ভাবেই স্পষ্ট হয় প্রতি মুহূর্তে। আপাতত ভিডিওতে কঠোর শরীরচর্চার সময় তার পোশাকের একাংশ উঠে গিয়ে তার শরীরের একাংশ দৃশ্যমান হয়ে পড়েছিল। আর সেই ঝলকই অভিনেত্রীকে কটাক্ষ করার অন্যতম কারণ। তবে এমন ধরনের প্রয়োজন হীন ব্যাপারে কর্ণপাত করতে নারাজ অভিনেত্রী। এক্ষেত্রেও অন্যথা হয়নি তার।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় জারিন খান। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও নিজের অগণিত ভক্তমহলের সাথে শেয়ার করে নেন তিনি, যা ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। ক্যামেরার পাশাপাশি বাস্তব জীবনেও তিনি যথেষ্ট সাহসী পোশাকে ধরা দেন। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, যারা তাকে অনুসরণ করেন তারা অবশ্যই জানবেন সেকথা। ফিল্মি দুনিয়ার বাকি তারকাদের মতোই নিজের ফিটনেস নিয়ে কম সচেতন নন তিনি। তাই তার শরীরচর্চার এই পুরনো ভিডিওটি চোখে পড়তেই নেটজনতার একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী।

About Author