রাজনৈতিক ক্ষেত্রে মমতা ও মোদীর মধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রতিনিয়ত যে মতবিরোধ রয়েছে তা সকলের কাছেই জানা। কেউ কারুর সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন না। কিন্তু আজ দীর্ঘ দেড় বছর পর আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা যায় কিছু চাঞ্চল্যকর তথ্য।
এই বৈঠকে বাংলার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কথা হয়েছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। বৈঠক সেরে বেরিয়ে এসে এই কথা বলেন মমতা এবং বলেন যে, এই বৈঠক যথেষ্ঠ ইতিবাচক ছিল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কেন্দ্রের মত চেয়েছেন তিনি এবং এই বিষয়ে কেন্দ্র কোনও পরামর্শ দিলে সেটাও মেনে নেবেন বলে জানিয়েছেন। কেন্দ্র যদি নতুন কিছু সংযোজন করে তাহলে তাতেও তার কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি নেই তা স্পষ্টভাবে বলেছেন।