Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৫০০ কোটি টাকা জরিমানা দিতে হচ্ছে রাজ্যকে, ব্যাপক চাপে মমতা সরকার

ব্যাপক ক্ষতি হচ্ছে রাজ্যের পরিবেশে। যত পরিমাণ তরল এবং কঠিন বর্জ্য তৈরি হচ্ছে রাজ্যে ততটা ঠিকমতো ব্যবস্থাপনা হচ্ছে না। এর জন্য দিনে দিনে বাংলার বুকে বাড়ছে পরিবেশ দূষণ। এমনটাই অভিযোগ…

Avatar

ব্যাপক ক্ষতি হচ্ছে রাজ্যের পরিবেশে। যত পরিমাণ তরল এবং কঠিন বর্জ্য তৈরি হচ্ছে রাজ্যে ততটা ঠিকমতো ব্যবস্থাপনা হচ্ছে না। এর জন্য দিনে দিনে বাংলার বুকে বাড়ছে পরিবেশ দূষণ। এমনটাই অভিযোগ এনেছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। অভিযোগের সাথে সাথে গ্রিন ট্রাইব্যুনাল, পশ্চিমবঙ্গ সরকারকে ৩৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ গত ১ সেপ্টেম্বর এমন রায় দিয়েছে।জানা গিয়েছে, এনজিটি আইনের ১৫ নম্বর ধারায় পরিবেশ দূষণ রোধে এইরকম জরিমানার নির্দেশ উল্লেখ করা রয়েছে। আর তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হল। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার বর্জ্য নিষ্কাশনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে না। সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে পরিবেশের। আর তার জন্যই জরিমানা দিতে হচ্ছে রাজ্য সরকারকে।এও জানা গিয়েছে, রাজ্য বাজেটে নগরায়ন ও পুর বিষয়ক কাজে ২০২২-২৩ অর্থবর্ষে ১২৮১৮.৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তা সত্ত্বেও লক্ষ লক্ষ বর্জ্য পদার্থের কোনো ব্যবস্থাপনা করা হয় না। এই বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ পরিবেশ দূষণ করছে এবং অপূরণীয় ক্ষতি করছে। আর তার জন্যই ক্ষতিপূরণ দিতে হচ্ছে রাজ্যকে। সময়ের মধ্যে ক্ষতিপূরণ দিতে না পারলে ভবিষ্যতে তার পরিমাণ আরো বাড়বে বলে জানা গিয়েছে।
About Author