অরূপ মাহাত: মূখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বৈঠকের আবহে রাজীব অন্তর্ধান নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানান, তৃণমূলই রাজীব কুমারকে লুকিয়ে রেখেছে। কারণ, রাজীব কুমারের কাছে যা তথ্য রয়েছে তাতে তিনি মুখ খুললে রাজ্যের মন্ত্রীসভার অর্ধেক সদস্যকে জেলে যেতে হবে।
এই মুহূর্তে আইপিএস রাজীব কুমারের অন্তর্ধান রাজ্য রাজনীতির সবচেয়ে বড় আলোচ্য বিষয়। এই নিয়ে তৃণমূলকে আক্রমণের কোন সুযোগ হাতছাড়া করতে রাজি নয় রাজ্য বিজেপি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকৈলাস বিজয়বর্গীয়র সাথে দিলীপ ঘোষও কয়েকদিন আগে এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন। সল্টলেকে বিজেপির মহিলা মোর্চার সভা থেকে তিনি তৃণমূলকে আক্রমন করে বলেন, ‘আমার ক্ষমতা থাকলে ওদের অনেকেই জেলে ভরতাম।’
প্রধানমন্ত্রীর সাথে মূখ্যমন্ত্রীর বৈঠককে সংসদীয় আখ্যা দিয়েও মূখ্যমন্ত্রীকে এদিন কটাক্ষ করেন কৈলাস। তিনি বলেন, বিরোধীরা অভিযোগ করছেন যে, রাজীব কুমারকে নিয়ে সেটিং করতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছেন না তো মূখ্যমন্ত্রী!
কারণ, এর আগে দেশের উন্নয়নের স্বার্থে নীতি আয়োগের বৈঠকে সব রাজ্যের মূখ্যমন্ত্রীদের ডাকা হলেও, তিনি তা এড়িয়ে যান। এই নিয়ে মুকুল রায়ও কটাক্ষ করেন মূখ্যমন্ত্রীকে।