Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND vs PAK: পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সমস্যায় ভারত, দল থেকে বাদ এই দুই তারকা খেলোয়াড়

এশিয়া কাপের সুপার-৪ এর দ্বিতীয় খেলায় আজ ২২ গজের মহারণে মুখোমুখি হতে চলেছে চিরশত্রু ভারত-পাকিস্তান। এই নিয়ে চলতি আসরে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হতে চলেছে এই দুটি দল। বিষয়টি নিয়ে চরম…

Avatar

এশিয়া কাপের সুপার-৪ এর দ্বিতীয় খেলায় আজ ২২ গজের মহারণে মুখোমুখি হতে চলেছে চিরশত্রু ভারত-পাকিস্তান। এই নিয়ে চলতি আসরে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হতে চলেছে এই দুটি দল। বিষয়টি নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ইতিপূর্বে, গ্রুপ পর্যায়ে ভারতের কাছে ৫ উইকেটের পরাজিত হয়েছিল বাবর আজমরা। তাই পরাজয়ের গ্লানি দূর করতে অবশ্যই ভারতের উপর কড়া প্রহার করবে পাকিস্তান এমনটি মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাছাড়া, ইতিপূর্বে যখনই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, তখনই ক্রিকেটের চরম উত্তেজনা উপভোগ করেছে ক্রিকেটপ্রেমীরা।

বিগত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় অর্জন করলেও আজ পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা যথেষ্ট কঠিন হবে ভারতের জন্য, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনটা মনে করার পেছনে অবশ্য একাধিক কারণ দেখিয়েছেন তারা। প্রথমত, ইনজুরিতে পড়ে ইতিমধ্যে দল ছাড়া হয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিগত ম্যাচে ভারতের জয়ের পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। পাশাপাশি পেস বোলার আবেশ খান চোটের কারণে আজ দলের বাইরে থাকবেন। যদিও রবীন্দ্র জাদেজার অভাব পূরণ করতে ইতিমধ্যে অক্ষর প্যাটেল দলে যোগ দিয়েছেন। তবে পেস বোলিং বিকল্প নিঃসন্দেহে ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাছাড়া ব্যাট হাতে এশিয়া কাপের মেগা আসরে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। তাছাড়া ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল রানের জন্য লড়াই করছেন। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচের স্লো-পিচে বিরাট কোহলিকেও যথেষ্ট ভুগিয়েছিলেন পাকিস্তানের পেসাররা। সেক্ষেত্রে আজকের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় অর্জন করা যথেষ্ট কঠিন হবে ভারতের জন্য, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আপনাদের জানিয়ে রাখি, এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ভারতের কাছে ১৪৭ রানে অল-আউট হয়েছিল পাকিস্তান।

About Author