Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুর্দান্ত ফিচারের সাথে জবরদস্ত মাইলেজ, মাত্র ১ লক্ষ টাকা দিয়েই কিনে ফেলুন Kia কোম্পানির সেভেন সিটার গাড়ি

এই মুহূর্তে ভারতীয় বাজারে অত্যাধুনিক গাড়ির তালিকায় স্থান করে নিয়ে এসে বেশকিছু গাড়ি যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন অত্যাধুনিক বেশ কিছু ফিচার। এই সমস্ত গাড়ির তালিকায় যেমন রয়েছে ছোট সেডান গাড়ি,…

Avatar

এই মুহূর্তে ভারতীয় বাজারে অত্যাধুনিক গাড়ির তালিকায় স্থান করে নিয়ে এসে বেশকিছু গাড়ি যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন অত্যাধুনিক বেশ কিছু ফিচার। এই সমস্ত গাড়ির তালিকায় যেমন রয়েছে ছোট সেডান গাড়ি, তেমনি কিন্তু রয়েছে SUV গাড়ি। তবে সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে এমন একটি সেভেন সিটের গাড়ি যা আপনি মাত্র কিছু টাকার বিনিময়ে নিজের বাড়িতে নিয়ে যেতে পারেন। আপনাদের জানিয়ে রাখি এই গাড়িটি হলো Kia Carens এবং এটি এই কোম্পানির সবথেকে ভালো সেভেন সিটের গাড়ি।

এর সাথেই আপনাদের জানিয়ে রাখি, কোম্পানি এই মুহূর্তে এই গাড়ির সঙ্গে দারুন কিছু ফিনান্সিয়াল অফার আপনাকে দিচ্ছে, যা আপনার গাড়ির খরচ অনেকটাই কমিয়ে দেবে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন দারুণ কিছু ফিচার এর সঙ্গে দুর্দান্ত মাইলেজ। প্রযুক্তিবিদদের ধারণা, এই গাড়িটি maruti suzuki কোম্পানির অত্যন্ত জনপ্রিয় গাড়ি Ertiga এর সঙ্গে সরাসরি টক্কর দেবে। আপনাদের জানিয়ে রাখি, এই নতুন গাড়িটির দাম প্রায় ৯ লক্ষ টাকা। তবে নতুন অফারে মাত্র ১ লক্ষ টাকায় আপনি নিজের করে নিতে পারবেন নিজের পছন্দের গাড়িটিকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, Kia কোম্পানির এই অত্যাধুনিক সেভেন সিটার গাড়িটির সর্বাধিক এক্স শোরুম দাম ৯,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে এবং এর অন রোড প্রাইস ১০,৭২,৩৬৩ টাকা পর্যন্ত হতে পারে। যদি আপনি এত বড় এমাউন্ট একসাথে জমা করতে না পারেন তাহলে আপনি মাত্র ১ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে ইএমআই এর মাধ্যমে এই দাম শোধ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ৯.৮ শতাংশ সুদের হার অনুযায়ী গাড়ির ঋণ গ্রহণ করতে হবে এবং তার সাথেই আপনাকে প্রতি মাসে ২০,৫৬৪ টাকার কিস্তি জমা করতে হবে।

এই গাড়িটির দাম শুরু হচ্ছে ৮,৯৯,০০০ টাকা থেকে। এই গাড়িতে ১০ লক্ষ টাকার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন দুটি আলাদা আলাদা পেট্রোল ভেরিয়েন্ট প্রিমিয়াম এবং প্রেস্টিজ। আপনি যদি কম দামের মধ্যে একটি দুর্দান্ত গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটি হতে চলেছে আপনার প্রথম পছন্দ। ডিজাইনের পাশাপাশি অত্যাধুনিক ফিচার, এটাই হলো Kia Carens গাড়ির বিশেষত্ব।

About Author