Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BIG NEWS: এই কারণের জন্য আজ মমতা-মোদী বৈঠক!

মমতা-মোদীর সম্পর্ক কতটা মধুর সকলেরই জানা। কেউ কারো সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন না। দীর্ঘ দেড় বছর পর আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নরেন্দ্র…

Avatar

মমতা-মোদীর সম্পর্ক কতটা মধুর সকলেরই জানা। কেউ কারো সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন না। দীর্ঘ দেড় বছর পর আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী।

তবে তখন তিনি উপস্থিত থাকেননি। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল বিশ্বভারতীর সমাবর্তনে। এই বৈঠকে রাজ্যের নাম বদল করাসহ একাধিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীকে সাতসকালেই টুইট করে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দিল্লি রওনা হওয়ার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারি ব্যাঙ্কগুলিকে একছাতার তলায় আনা, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, রেলের মতো যে সমস্ত বিষয়গুলি নিয়ে সমস্যা রয়েছে, সেগুলিতেও আলোচনা হবে। তাঁরা কোথাও যেতে পারবেন না, আমাদের কাছেই আসবেন”।

এটা আশা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া। এবার শুধু এটাই দেখার দুজনের সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী মোদীর কাছ থেকে কি সুবিধা আনতে পারেন রাজ্যের জন্য।

About Author