Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আরো ৪০০ টাকা সস্তা হল সোনা, কমলো রুপোর দাম, দুটি ধাতু সস্তা হওয়ায় লাভবান হলেন সাধারণ মানুষ

সোমবারের পর এবার মঙ্গলবারেও কমলো সোনার দর। আজ নিয়ে সপ্তম সেশানে বেশ কয়েকবার কমলো সোনার দাম। তিন সপ্তাহের মধ্যে এই মুহূর্তে সর্বনিম্ন স্তরে রয়েছে সোনা। আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই…

Avatar

সোমবারের পর এবার মঙ্গলবারেও কমলো সোনার দর। আজ নিয়ে সপ্তম সেশানে বেশ কয়েকবার কমলো সোনার দাম। তিন সপ্তাহের মধ্যে এই মুহূর্তে সর্বনিম্ন স্তরে রয়েছে সোনা। আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনার দাম ৪০০ টাকা কম হয়েছে। ২৩ আগস্ট ২২ ক্যারেটের সোনার দাম এই মুহূর্তে রয়েছে প্রতি গ্রামে ৪,৭৫৯ টাকা। মঙ্গলবার ২৪ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ৫,১৯৩ টাকা। রুপোর দাম, যা গত কয়েক সপ্তাহে কমতে দেখা গেছে, ২৩ শে আগস্ট প্রতি গ্রাম রূপো লেনদেন করছে ৫৫ টাকায়।

মঙ্গলবার মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ সোনার ফিউচার দর প্রতি দশ গ্রামে ৫১,১৭৫ টাকায় লেনদেন করতে শুরু করেছে। অন্যদিকে রুপোর ফিউচার দর প্রতি কেজিতে রয়েছে ৫৪,৯২০ টাকা। বিশ্ববাজারে মঙ্গলবার সোনার দামে সামান্য বৃদ্ধি এসেছে। যদিও বিশেষজ্ঞরা এখনো মার্কিন সুদের হারে বৃদ্ধির দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে চিন্তিত রয়েছেন। অন্যদিকে আজ স্পট গোল্ড এর দাম বেড়ে প্রতি আউন্সে ১,৭৩৮.৯০ ডলার হয়েছে যা ২৭ জুলাই এর পর থেকে সোমবার তার সর্বনিম্ন স্তরে ছিল, ১,৭২৭.০১ ডলার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র স্পট গোল্ড নয় একই সাথে স্পট সিলভারের দাম বেড়েছে এবং প্রতিআউন্সে ১৯.০৪ ডলারে রান করছে স্পট সিলভার। প্লাটিনাম এবং প্যালাডিয়ামের মতো অন্যান্য ধাতুর দাম বেড়েছে। ইউএস গোল্ড ফিউচার ০.২% বেড়ে গিয়ে হয়েছে ১,৭৫১.৭০ মার্কিন ডলার। বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সুদের হারের সঙ্গে সোনার দাম ওঠানামা করে। এই কারণেই ভারতেও সোনার দাম পরিবর্তিত হতে পারে খুব শীঘ্রই।

About Author