বার্ধক্য জীবনের চিন্তা শেষ, এবারে এই প্রকল্পে নিবেশ করলে প্রত্যেক মাসে পেয়ে যান ৫০ হাজার টাকা পেনশন
এই পেনশন প্রকল্পের শর্ত কি, দেখে নিন বিস্তারে
সাধারণ মানুষ হোক কিংবা যেকোনো চাকরিজীবী মানুষ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সকলেই থাকেন। তাই সকলেই এমন জায়গায় নিজের সঞ্চয় নিবেশ করতে চান যেখানে সুরক্ষা নিয়ে কোনরকম আপস করা হয় না। এই কারণেই ব্যক্তিগত এবং সরকারি কিছু সংস্থার যোজনা এই মুহূর্তে ভারতে অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে। এর মধ্যে কয়েকটি প্রকল্প এমনই যেখানে মাত্র একবার নিবেশ করলেই আপনারা সারা জীবনের জন্য সুরক্ষিত অনুভব করতে পারবেন। আপনার কর্মজীবনের পরে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে পেনশন। শুনতে অদ্ভুত লাগলেও, বিষয়টা একেবারেই কিন্তু অদ্ভুত নয়।সম্প্রতি একটি সরকারি সংস্থা এরকমই একটি প্রকল্প নিয়ে সামনে এসেছে। তবে, সব থেকে বড় কথা এই সরকারি সংস্থাটির নাম হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি।
দেশের অন্যতম বড় সরকারি সংস্থা এলআইসি এবারে নিয়ে এসেছে একটি সুপার হিট স্কিম। এখানে আপনারা নিবেশ করলে সারা জীবন পঞ্চাশ হাজার টাকা পেনশন এর সুবিধা নিতে পারবেন। আপনি ৪০ বছর বয়স থেকেই পেনশন গ্রহণ করতে পারবেন। ৬০ বছর পরেই যে আপনাকে পেনশন গ্রহণ করতে হবে এরকম কোন ব্যাপার নয়। এই দুর্দান্ত পেনশন প্রকল্পের নাম দেওয়া হয়েছে সরল পেনশন যোজনা এবং এই যোজনায় আপনারা মাসিক কিছু টাকা নিবেশ করলেই পেয়ে যাবেন দারুন লাভ।
এলআইসি দ্বারা চালানো এই দুর্দান্ত স্কিমের নাম সরল পেনশন যোজনা। এই দুজনাই আপনাকে খুব একটা বেশি প্রিমিয়াম দেওয়ার প্রয়োজন নেই। পলিসিতে যুক্ত হওয়ার সময় একবার আপনাকে টাকা জমা করতে হবে। তারপরে সারা জীবন আপনি পেনশন গ্রহণ করতে পারবেন। যদি পলিসি ধারকের মৃত্যু হয় তাহলে এই প্রকল্পের নমিনি সিঙ্গেল প্রীমিয়ামের পুরো টাকা ফেরত পেয়ে যাবেন। জানিয়ে রাখি, সরল পেনশন যোজনা একটি ইমিডিয়েট অ্যানুটি প্রকল্প। এই প্রকল্প দুইভাবে চালু করা যেতে পারে। প্রথমটি হল সিঙ্গেল লাইফ পলিসি, যেখানে যতদিন পর্যন্ত পেনশনধারী জীবিত থাকবেন ততদিন পর্যন্ত তিনি পেনশন পাবেন এবং তার মৃত্যুর পর পেনশন বন্ধ হয়ে যাবে এবং প্রিমিয়ামের টাকা নমিনির কাছে চলে যাবে। দ্বিতীয়ত রয়েছে জয়েন্ট লাইফ পলিসি যেখানে স্বামী স্ত্রী একসাথে পেনশন গ্রহণ করতে পারবেন। কোন একজনের মৃত্যু হলে অপরজন পেনশন পাবেন এবং দুজনের মৃত্যুর পর প্রিমিয়ামের রাশি চলে যাবে নমিনির কাছে।
সরল পেনশন যোজনা সুবিধা নিতে গেলে আপনাকে কিছু শর্ত পালন করতে হবে। এই পেনশন পাবার সর্বনিম্নসীমা ৪০ বছর এবং সর্বাধিক সীমা ৮০ বছর। যেহেতু এই প্রকল্প একটি সারা জীবনের প্রকল্প তাই আপনার পুরো জীবিত সময় ধরে আপনারা পেনশন পেতে পারবেন। যতদিন পর্যন্ত পেনশনধারী জীবিত থাকবেন ততদিন পর্যন্ত তিনি পেনশন পেতে থাকবেন। সরল পেনশন পলিসি শুরু হওয়ার তারিখ থেকে ছয় মাস পরে যে কোন দিনে আপনি স্যারেন্ডার করতে পারেন সেই পলিসি। তবে প্রত্যেকের মনে এই প্রশ্নটা রয়েছে, সরল পেনশন যোজনার লাভ উঠাতে গেলে কত টাকা জমা করতে হবে। আপনাদের জানিয়ে রাখি, আপনি যত টাকা পেনশন গ্রহণ করতে চান সেটা আপনাকে নিজেকে বেছে নিতে হবে আগে থেকেই। আপনি সর্বনিম্ন প্রতিমাসে ১,০০০ টাকা পেনশন গ্রহণ করতে পারেন। সে ক্ষেত্রে তিন মাসে ৩,০০০ টাকা, ছয় মাসে ৬,০০০ টাকা এবং ১২ মাসে ১২,০০০ টাকা নূন্যতম পেনশন গ্রহণ করতে হবে।