Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, একধাক্কায় অনেকটাই DA বাড়ল পশ্চিমবঙ্গসহ এই রাজ্যগুলিতে

কেন্দ্র সরকারি কর্মচারীদের বহুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর তারা এখন বেশ খুশি। আবারও কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় রয়েছে। তবে দীর্ঘদিন ধরে একাধিক রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে…

Avatar

কেন্দ্র সরকারি কর্মচারীদের বহুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর তারা এখন বেশ খুশি। আবারও কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় রয়েছে। তবে দীর্ঘদিন ধরে একাধিক রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল ডিএ বৃদ্ধি না হওয়ার জন্য। তবে এবার সুখবর রয়েছে বেশ কয়েকটি রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। কেন্দ্রের মতই এবার তারাও বর্ধিত মূল্যে মহার্ঘ ভাতা পেতে চলেছে। আজকের এই প্রতিবেদন করে জেনে নিন কোন কোন রাজ্যের সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে।

জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকার এই মাসে রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরফলে এখন থেকে মহারাষ্ট্র রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মূল বেতনের প্রেক্ষিতে ৩৪ শতাংশ হল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিয়ার অ্যালাউয়েন্স বৃদ্ধির ঘোষণা করেছে। এবার মূল বেতনে প্রেক্ষিতে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৩৪ শতাংশ হল।

এছাড়াও ছত্রিশগড় সরকার স্বাধীনতা দিবসের দিন সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। এই রাজ্যে একলাফে ডিএ বৃদ্ধি পেয়েছে প্রায় ৬ শতাংশ। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ২৮ শতাংশ হল। এই বর্ধিত ডিএর জন্য উপকৃত হবেন রাজ্যের প্রায় ৩.৮ লক্ষ সরকারি কর্মচারী।

এমনকি ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এসে পশ্চিমবঙ্গ সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা নন গভর্নমেন্ট কলেজ এবং অন্যান্য সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বৃদ্ধি পাবে।

এছাড়াও গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল স্বাধীনতা দিবসের দিন ঘোষণা করেছিলেন যে তাদের রাজ্যেও সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হবে। এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারের ৯.৩৮ লাখ কর্মচারী উপকৃত হবেন।

About Author