Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘সাথ নিভানা সাথিয়া’-এর ‘রাশি’ আবারও গর্ভবতী, এখন এমন দেখাচ্ছে নায়িকাকে, দেখুন ছবি

ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা একের পর এক অভিনেত্রীরা সুখবর দিচ্ছেন নিজের ভক্তদের। বিভিন্নভাবে জানাচ্ছেন নিজেদের মা হওয়ার খবর। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হল আরো এক অভিনেত্রীর নাম। তিনি সকলের পরিচিত,…

Avatar

ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা একের পর এক অভিনেত্রীরা সুখবর দিচ্ছেন নিজের ভক্তদের। বিভিন্নভাবে জানাচ্ছেন নিজেদের মা হওয়ার খবর। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হল আরো এক অভিনেত্রীর নাম। তিনি সকলের পরিচিত, জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’র রাশি। এই চরিত্র তাকে দশকমহলে এক বিপুল পরিচিতি এনে দিয়েছিল, তা অস্বীকার করা জায়গা নেই। এই নিয়ে দ্বিতীয়বার নিজের মা হওয়ার খবর জানাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি সেই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় ও নিজের অনুরাগীদের মাঝে চর্চায় উঠে এসেছেন তিনি।২০১৫’তে নিজের দীর্ঘদিনের প্রেমিক রাহুল জাগডালের সাথে সমস্ত মারাঠি নিয়মকানুন মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী। তবে বিয়ের পর থেকে ছোটপর্দায় আর দেখা মেলেনি তার। এমনকি পর্দায় কামব্যাক করার কোন ইচ্ছাও প্রকাশ করেননি তিনি। তার কথায়, তিনি আপাতত নিজের পরিবারের সাথেই পুরো সময়টা কাটাতে চান। তার মেয়ের বড় হওয়ার প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চান তিনি। আর এর মাঝেই, মা হওয়ার চার বছরের মধ্যেই আবারও সুখবর নিয়ে হাজির হলেন অভিনেত্রী।
সম্প্রতি রুচার বড় মেয়েকে একটি ক্যানভাসের সামনে রঙ-তুলি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে বিভিন্ন রঙ দিয়ে লেখা ছিল ‘বড় দিদি’। আর সেই ছবিই ক্যামেরাবন্দি করে অভিনেত্রী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর এই ছবি শেয়ার করেই অভিনেত্রী নিজের দ্বিতীয়বার মা হওয়ার কথা জানিয়েছেন সকলকে। ছবির ক্যাপশনে নজর রাখলেই স্পষ্ট হবে সবটা। আপাতত এই খবর অভিনেত্রী জানানোর পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে। ছবির কমেন্টবক্সে উপছে পড়েছে সাধারণ থেকে তারকার শুভেচ্ছাবার্তায়। অভিনেত্রী ও তার ঘনিষ্ঠ মহলের পাশাপাশি তার ভক্তরাও আপাতত অপেক্ষায় রয়েছেন নতুন আসন্ন অতিথির।
About Author