Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলায় NRC নিয়ে কী পদক্ষেপ নিতে চলেছেন অমিত শাহ? জেনে নিন শীঘ্রই

অরূপ মাহাত: পশ্চিমবঙ্গে ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। ২০১৯ এর লোকসভা ভোটে এ রাজ্যে ১৮ টি আসন দখল করার পর এবার পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলই তাদের একমাত্র…

Avatar

অরূপ মাহাত: পশ্চিমবঙ্গে ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। ২০১৯ এর লোকসভা ভোটে এ রাজ্যে ১৮ টি আসন দখল করার পর এবার পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলই তাদের একমাত্র লক্ষ্য। আর তার জন্য যেকোন ধরনের ঝুঁকি নিতে তারা রাজি। এনআরসি এক্ষেত্রে তাদের পালে হাওয়া জোগাবে বলেই মনে করছে বিজেপির রাজ্য নেতারা।

এই উদ্দেশ্যে আগামী অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে একাধিক দুর্গাপূজা উদ্বোধনের পাশাপাশি এনআরসি বিষয়ে একটি সেমিনারে অংশ নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে তিনি এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল বা সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। একটি উদ্বাস্তু সংগঠনের পক্ষ থেকে এই সেমিনারটির আয়োজন করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পশ্চিমবঙ্গের ১৮ টি লোকসভা আসনে পদ্মফুল ফুটতেই নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বিজেপির প্রথমসারির নেতারা সরাসরি বলে চলেছেন, এনডিএ সরকারের পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জীকরণ চালু করা৷ আর এতে একটা সংখ্যক জনতার সমর্থনও রয়েছে।

একই সাথে অমিত শাহ এই বিষয়টি মানুষের মনে গেঁথে দিতে সক্ষম হয়েছে যে, নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হলে বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শরণার্থীরা ভারতীয় নাগরিক হবেন৷ অন্যদিকে মুসলমান অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে, কারণ সীমান্তের ওপার থেকে রোজগার বা বাসস্থান খুঁজে পেতে, কিংবা কোনও অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এদেশে এসেছেন।

About Author