Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রধানমন্ত্রীকে কি লিখে শুভেচ্ছা জানিয়েছেন মমতা? দেখে নিন!

অরূপ মাহাত: কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে কিছুটা হলেও সুর নরম করেছে রাজ্য। কাশ্মীর ইস্যু থেকে শুরু এনআরসি সবেতেই নরেন্দ্র মোদীর সমালোচনা করে আসা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ সুর নরম…

Avatar

অরূপ মাহাত: কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে কিছুটা হলেও সুর নরম করেছে রাজ্য। কাশ্মীর ইস্যু থেকে শুরু এনআরসি সবেতেই নরেন্দ্র মোদীর সমালোচনা করে আসা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ সুর নরম করায় জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আগামীকাল দিল্লিতে মুখোমুখি হচ্ছে মোদী ও মমতা। আর আজ সেই বৈঠককে আরও সহজ করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আজ নরেন্দ্র মোদীর জন্ম দিবসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ট্যুইটার বার্তায় মোদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর থেকেই মোদী মমতা সংঘাত বাড়তে থাকে। যা কেন্দ্র রাজ্য সম্পর্কে প্রভাব ফেলে। সংঘাত চরম আকার নেয় এনআরসি ও কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী সুর নরম করায় সম্পর্কের শীতলতা কমছে বলেই মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর পেছনে অবশ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অতি সক্রিয়তাকে দায়ী করছেন বিরোধীরা। খুব সম্প্রতি মূখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আইপিএস রাজীব কুমারকে নিয়ে কঠোর হচ্ছে সিবিআই। যে রাজীবকে বাঁচাতে ধর্ণায় পর্যন্ত বসেছিলেন মূখ্যমন্ত্রী। সেই রাজীব গ্রেফতার হলে মূখ্যমন্ত্রী সমস্যায় পড়তে পারেন, এমন আশঙ্কা থেকেই কেন্দ্রের সাথে সুসম্পর্ক গড়তে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেত্রী এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

About Author