আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন গাড়ি কেনার শখ থাকলেও সেই শখ পূরণ করার সামর্থ্য থাকে না। নতুন গাড়ির দাম এতটাই বেশি হয় যে সকলে এই নতুন গাড়ি নিজের টাকা দিয়ে কিনতে পারেন না। তবে নতুন গাড়ি না কিনতে পারলেও পুরনো গাড়ি কেনার ক্ষমতা অনেকের মধ্যেই রয়েছে। বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি বা থার্ড হ্যান্ড গাড়ি এই মুহূর্তে ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি সব থেকে বেশি বিক্রি হয় যে কোম্পানির সেটি হল মারুতি সুজুকি।
সম্প্রতি মারুতি সুজুকি কোম্পানিটি তাদের গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে যেখানে খুব কম টাকা দিয়ে অত্যন্ত সস্তা দামে আপনারা কিনে নিতে পারবেন মারুতি সুজুকি সুইফট গাড়িটি। ২৫ কিলোমিটারের মাইলেজ এবং বেশ কিছু দুর্দান্ত ফিচার বিশিষ্ট এই গাড়িটির এক্স শোরুম মূল্য মোটামুটি ৭ লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু মারুতি সুজুকির এই দারুন অফারে মাত্র ৮০ হাজার টাকা দিয়েই এই গাড়িটি আপনি নিজের করে নিতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইতিমধ্যেই মারুতি সুজুকি কোম্পানির True Value ওয়েবসাইটে এই গাড়িটি লিস্ট করা হয়েছে। এছাড়াও Cardekho, Droom এর মত কিছু ওয়েবসাইটেও আপনারা এই গাড়িটি পেতে পারেন। মারুতি সুজুকি সুইফটের VXI মডেলটি ২০১৩ সালের একটি মডেল এবং এই মুহূর্তে ৫৮ হাজার টাকা মূল্যে এই গাড়িটি বিক্রি করার জন্য লিস্ট করা হয়েছে বিভিন্ন কার সেলিং ওয়েবসাইটে। এই গাড়িটি গাজিয়াবাদ এর একটি গাড়ি এবং ইতিমধ্যেই এই গাড়িটি ১ লক্ষ ৩৪ হাজার ৭৮০ কিলোমিটার চালানো হয়েছে। অন্যদিকে, VXI এর ২০১০ এর মডেলকে ৭৮,০০০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। এই গাড়িটির মডেলের দাম একটু বেশি কারণ এই গাড়িটি এতটা বেশি কিলোমিটার চলে নি।
আপনাদের জানিয়ে রাখি, ২০১০ সালের এই গাড়িটি হতে চলেছে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং এই গাড়িটি জয়পুর থেকে রেজিস্টার করা হয়েছিল। গাড়িটির এই মুহূর্তে অবস্থা অত্যন্ত ভালো এবং এই গাড়িটি কিনলে আপনারা ফাইন্যান্সের সুবিধা পেয়ে যাবেন। আপনারা যদি MARUTI SUZUKI কোম্পানির ট্রু ভ্যালু ওয়েবসাইট থেকে সার্টিফাইড গাড়ি কেনেন, তাহলে কোম্পানির তরফ থেকে ছয় মাসের ওয়ারেন্টি পর্যন্ত দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি, এই গাড়িটি কিনলে আপনারা কোম্পানি তরফ থেকে লোনের সুবিধা ও পেতে পারেন।