Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরাসরি দোকান থেকে রেশন নেওয়ার নিয়মে এবারে আসতে চলেছে বড়সড় পরিবর্তন, জেনে নিন নতুন বিধান

ভারতে যারা রেশন কার্ডের সুবিধা উপভোগ করে থাকেন তাদের জন্য রয়েছে একটি দারুন খবর। এবারের রেশন কার্ডের নিয়মে পরিবর্তন আনতে চলেছে খাদ্য এবং গণবণ্টন দপ্তর। প্রকৃতপক্ষে বিভাগ কি সরকারি রেশন…

Avatar

ভারতে যারা রেশন কার্ডের সুবিধা উপভোগ করে থাকেন তাদের জন্য রয়েছে একটি দারুন খবর। এবারের রেশন কার্ডের নিয়মে পরিবর্তন আনতে চলেছে খাদ্য এবং গণবণ্টন দপ্তর। প্রকৃতপক্ষে বিভাগ কি সরকারি রেশন দোকান থেকে রেশন নেওয়ার জন্য যোগ্য ব্যক্তিদের জন্য নির্ধারিত মানক পরিবর্তন করছে। বলা হচ্ছে, নতুন মানকের খসড়া প্রায় প্রস্তুত। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়েছে বলেও জানিয়েছে ভারত সরকারের খাদ্য এবং গণবন্টন দপ্তর। চলুন জেনে নেওয়া যাক এই নতুন বিধানে কি কি নতুন নিয়ম চালু করতে চলেছে ভারত সরকার।

ভারত সরকারের খাদ্য এবং গণবণ্টন বিভাগের মতে, এই মুহূর্তে সারাদেশে ৮০ কোটি মানুষ রয়েছেন যারা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সুবিধা গ্রহণ করে থাকেন। এর মধ্যে অনেকেই আছেন যারা আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল। এই বিষয়টি মাথায় রেখে মানদন্ডে পরিবর্তন আনতে চলেছে গণবণ্টন মন্ত্রণালয়। আসলে এখন নতুন স্ট্যান্ডার্ড সম্পূর্ণ স্বচ্ছ করা হবে, যাতে কোন রকম বিশৃঙ্খলা না হয় এবং যারা অযোগ্য রয়েছেন তারা যোগ্য প্রার্থীদের জন্য লাগু করা রেশন গ্রহণ করতে না পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বিষয়ে খাদ্য এবং গন বন্টন দপ্তর জানিয়েছে, বিগত কয়েক মাস ধরে রেশন গ্রহণের মানক পরিবর্তনের জন্য রাজ্যগুলির সাথে বৈঠক করতে শুরু করেছিল কেন্দ্রীয় সরকারের এই দপ্তরটি। রাজ্যগুলি দেওয়া পরামর্শগুলিকে অন্তর্ভুক্ত করে, এই রেশন বিতরণের স্বচ্ছতা নিয়ে আসার জন্য নতুন মানক তৈরি করা হবে বলে জানাচ্ছে ভারত সরকারের খাদ্য এবং গণবন্টন বিভাগ। শীঘ্রই এই মানক চূড়ান্ত করা হবে এবং নতুন মানক কার্যকর হবার পর শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা এই রেশনের সুবিধা পাবেন। অযোগ্যরা সুবিধা পাবেন না। যারা অভাবী রয়েছেন তাদের কথা মাথায় রেখে এই পরিবর্তন করা হচ্ছে বলে জানাচ্ছে ভারত সরকারের খাদ্য এবং গণবণ্টন বিভাগ।

খাদ্য এবং পাবলিক ডিস্ট্রিবিউশন অধিদপ্তর অনুসারে, এখনো পর্যন্ত এক দেশ, এক রেশন কার্ড প্রকল্প ৩২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত করা হয়েছে। প্রায় ৬৯ কোটি সুবিধাভোগী অর্থাৎ NFSA এর আওতায় আসা জনসংখ্যার ৮৬ শতাংশ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন। প্রতিমাসে প্রায় দেড় কোটি মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে এই রেশনের সুবিধা গ্রহণ করছেন। তাই যত শীঘ্রই সম্ভব সরকারকে নতুন কোন ব্যবস্থা গ্রহণ করতেই হতো।

About Author