Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১০ হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন Maruti Suzuki-র এই গাড়ি, এক্ষুনি জেনে নিন সম্পূর্ণ ডিটেইল

Maruti suzuki এই মুহূর্তে ভারতের সবথেকে বড় গাড়ির কোম্পানি এবং ভারতের প্রচুর মানুষ আছেন যারা মারুতি সুজুকির বহু গাড়ি অত্যন্ত পছন্দ করে থাকেন। এই গাড়িগুলিতে আপনারা কিছু দুর্দান্ত বৈশিষ্ট্য দেখতে…

Avatar

Maruti suzuki এই মুহূর্তে ভারতের সবথেকে বড় গাড়ির কোম্পানি এবং ভারতের প্রচুর মানুষ আছেন যারা মারুতি সুজুকির বহু গাড়ি অত্যন্ত পছন্দ করে থাকেন। এই গাড়িগুলিতে আপনারা কিছু দুর্দান্ত বৈশিষ্ট্য দেখতে পান এবং এর সাথে এই কোম্পানি এই গাড়িগুলিতে অফার করে থাকে দুর্দান্ত মাইলেজ। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি মারুতি সুজুকি কোম্পানিটি ভারতে লঞ্চ করে দিয়েছে একটি নতুন গাড়ি যার এক্স শোরুম দাম মোটামুটি ৮ লক্ষ টাকার কাছাকাছি। অর্থাৎ মাত্র ৮ লাখ টাকার মধ্যেই আপনারা পেয়ে যেতে পারবেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি। তবে এখানেই শেষ নয়। আমাদের কাছে রয়েছে এমন একটি অফার যার মাধ্যমে মাত্র ১০০০০ টাকা দিয়েই আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়িটিকে।

আমরা আসলে কথা বলছি মারুতি সুজুকি কোম্পানির অত্যন্ত জনপ্রিয় গাড়ি Brezza এর ব্যাপারে। সম্প্রতি কোম্পানির তরফ থেকে তাদের এই গাড়িটির জন্য একটি দুর্দান্ত অফার চালু করা হয়েছে। এই অফারে আপনারা একটি জবরদস্ত ফাইন্যান্স প্লান্ অফার পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা মাত্র কয়েকটি কিস্তিতে এই গাড়ির দাম মেটাতে পারবেন। তবে সব থেকে আকর্ষণীয় বিষয়টি হলো, এই গাড়িটি কিন্তু আপনি মাত্র ১০ হাজার টাকা দিয়ে এই বুক করতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন বাড়িতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন চারটি ট্রিমে। এই চারটি ট্রিম হল LXI, VXI, ZXI, ZXI+. আমরা উদাহরণস্বরূপ এই গাড়ির বেশ ভেরিয়েন্ট LXI নিয়ে কাজ করতে শুরু করছি। যদি এই গাড়ির কথা আপনাকে বলি তাহলে এই গাড়ি দিল্লির এক্স শোরুমে আপনারা পেয়ে যাবেন মাত্র ৮,৯৭,০৯০ টাকায়। এর সাথে ৫৫,৯৩০ টাকা লাগবে আরটিও খরচ এবং ৪২,১৬০ টাকা পড়বে ইন্সিওরেন্স খরচ।

এখানে একটি সোজা সাপটা অংক রয়েছে। যদি আপনি বেশি ডাউনপেমেন্ট করতে চান তাহলে আপনাকে কম ইএমআই দিতে হবে। যদি কম ডাউনপেমেন্ট করতে চান তাহলে আপনাকে বেশি ইএমআই দিতে হবে। ইএমআই ক্যালকুলেটরের মাধ্যমে যদি আপনারা হিসাব করি, তাহলে আমরা এই ইএমআই এর পুরো ব্যাপারটা বুঝতে পারবো ভালোভাবে। মনে করুন ডাউন পেমেন্ট আপনি দিচ্ছেন ৩.৯৯ লক্ষ্য টাকা। এছাড়া ব্যাংক ইন্টারেস্ট রয়েছে ৯ শতাংশ এবং ইএমআই এর সময় সীমা আছে ৫ বছর। তাহলে আপনাকে প্রতি মাসে ১০,৩৪০ টাকা করে জমা দিতে হবে এই গাড়ির জন্য।

About Author