Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Hiya Dey: বাড়ির ছাদে হিন্দি গানে দুর্দান্ত নাচ পর্দার পটলের, ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের শিকার হিয়া দে

হিয়া দে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। অনেক ছোট বয়স থেকেই টেলিভিশন জগতের অভিনেত্রী হিসেবে পা রেখেছেন তিনি। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'পটলকুমার গানওয়ালা'তে নাম ভূমিকায় অভিনয় করেছিল সে।…

Avatar

হিয়া দে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। অনেক ছোট বয়স থেকেই টেলিভিশন জগতের অভিনেত্রী হিসেবে পা রেখেছেন তিনি। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’তে নাম ভূমিকায় অভিনয় করেছিল সে। সেই থেকে দর্শকমহলের পাশাপাশি নিজের শুটিং ফ্লোরেও পটল নামেই পরিচিত ছিল হিয়া, যা এখনো পর্যন্ত কায়েম রয়েছে দর্শকদের মাঝে। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ অনেকটা সময় অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিল হিয়া। তবে তারপরে পর্দাতেও ফিরে এসেছিল সে। এরপরই তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে।

বর্তমানের অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভালোই অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের নানা ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তবে নিজের ভিডিও কিংবা ছবির জন্য প্রায়ই নেটিজেনদের মাঝে ট্রোল হতে হয় তাকে। অনেকক্ষেত্রে শুনতে হয় নানা কুরুচিকর মন্তব্যও। তবে সেইসমস্ত বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ হিয়া। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওর সূত্র ধরেই আবারো কটাক্ষের মুখে হিয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে হিয়াকে ‘তু লে নাম রাব কা নাম সাঁই কা’র তালে নিজের বাড়ির ছাদেই তুমুল নাচানাচি করতে দেখা গিয়েছে। ভিডিওটি বানানোর সময় অভিনেত্রীর পরনে ছিল একটি গ্রাফিটি আঁকা টি-শার্ট ও কালো হট প্যান্ট। খোলা চুলে একেবারে ঘরোয়া সাজে পায়ে নিকার্স পরেছিল হিয়া। এই একেবারে সাধারণ সাজেই তাকে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে, যা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছে সে। সেই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই রীতিমত ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। পাশাপাশি নেটনাগরিকদের একাংশের মাঝে আবারও কটাক্ষের শিকার হতে হয়েছে হিয়াকে। কেউ বলেছেন, সে অল্পবয়সে খুব পেকে গিয়েছে। আবার কেউ তার নাচ কিংবা পোশাক নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করেছেন, তা কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা যাবে। তবে সবসময়ের মতো এবারও এই বিষয়কে এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। কারণ এতদিনে এই সমস্ত ব্যাপার তার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে।

About Author