ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই নোটটি বিক্রি করলে রাতারাতি হয়ে যেতে পারেন কোটিপতি, জানুন এই নোটের বিশেষত্ব

এই মুহূর্তে পুরনো ৭৮৬ সিরিয়াল নম্বরের নোট আন্তরাষ্ট্রীয় বাজারে দারুন জনপ্রিয় হয়ে উঠেছে

Advertisement
Advertisement

এই মূল্য বৃদ্ধির যুগে আর ১০টা থেকে ৫টার চাকরির বেতন দিয়ে সত্যিই নিজের সমস্ত শখ পূরণ করা আর সম্ভব নয়। বিগত দু-তিন বছর আগে যেখানে একটি জিনিসের দাম ছিল মনে করুন ১০০ টাকা, বর্তমান সময়ে এসে সেই জিনিসটির দাম দাঁড়িয়েছে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা মত। তাই এই যুগে নিজের শখ পূরণ করতে গেলে অবশ্যই প্রয়োজন উপরি আয়ের। কিন্তু আপনারা কি জানেন, বাড়িতে বসেই আপনারা প্রতি মাসে লাখ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত রোজগার করতে পারেন? হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, এবার থেকে আপনারা ঘরে বসেই প্রতি মাসে বেশ মোটা অংকের টাকা রোজগার করতে পারবেন এবং হয়ে যাবেন মালামাল। আপনার বাড়ির পুরনো কিছু নোট কাজে লাগিয়েই আপনি হয়ে উঠতে পারবেন কোটিপতি।

Advertisement
Advertisement

আপনার কাছে যদি আপনার বাড়িতে কোন পুরনো নোট থাকে অথবা আপনি নিজে পুরনো এবং স্পেশাল নোট এবং কয়েনের কালেকশন করতে পছন্দ করেন তাহলে সেই নোট এবং কয়েন আপনাকে লাখপতি করে দিতে পারে খুবই সহজে, এবং আপনাকে দিতে পারে এটা নিশ্চিত আয়ের রাস্তা। এমনিতে অ্যান্টিক জিনিস কালেক্ট করার শখ বিদেশীদের মধ্যে একটু বেশি থাকলেও এখন ভারতের মানুষরাও এই ধরনের পুরনো জিনিস সঞ্চয় করতে শুরু করেছেন। এই ধরনের পুরনো জিনিস কিছু বিশেষ ওয়েবসাইটে বিক্রি করলে একটা মোটা অংকের টাকা উপার্জন করা সম্ভব। আপনার কাছেও যদি পুরনো কিছু নোট এবং কয়েন পড়ে থাকে, তাহলে আপনিও এই ভাবেই কিছু ওয়েবসাইটে এই নোট এবং কয়েন বিক্রি করে হয়ে উঠতে পারেন কোটিপতি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এই নোট বিক্রি করবেন।

Advertisement

আমরা আজকে আপনাকে একটি বিশেষ নোটের ব্যাপারে জানাবো, যা হয়তো আপনার কাছে আগে থেকেই রয়েছে। এই নোটের সিরিয়াল নম্বরে ৭৮৬ সংখ্যাটি থাকা অবশ্যই প্রয়োজনীয়। ১, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ অথবা ২০০০, যে কোন মূল্যের নোট আপনি এই পদ্ধতিতেই বিক্রি করতে পারেন। সেই সমস্ত নোটের সিরিয়াল নাম্বারে যদি ৭৮৬ নম্বরটি থাকে তাহলেই, ইন্টারন্যাশনাল মার্কেটে সেই নোট উঁচু দরে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো। যদি আপনি মনে করেন যে বেশি মূল্যের নোট বিক্রি করলে আপনি বেশি টাকা রোজগার করতে পারবেন, সেই ধারণাটা ভুল। আপনি যত ছোট মূল্যের নোট বিক্রি করতে যাবেন, সেই নোটের জন্য দাম তত বেশি পাবেন। যদি আপনার কাছে অত্যন্ত পুরনো একটি ১ টাকার নোট থাকে, যার সিরিয়াল নম্বরে এই ৭৮৬ নম্বরটি রয়েছে, তাহলে তার জন্য প্রায় কোটি টাকা পর্যন্ত আপনি দাম পেতে পারেন। Rbi এর নিয়ম অনুযায়ী, এই ধরনের নোট বিক্রি খুব একটা সহজ কাজ নয়। অন্তত অফলাইনের ক্ষেত্রে তো একেবারেই নয়। তবে অনলাইনে এই নোট বিক্রি অনেকটাই বেশি সুবিধা জনক করে দিয়েছে কিছু বিশেষ ওয়েবসাইট।

কুইকার, ইবে, ওএলএক্স, কয়েন বাজারের মতো ওয়েবসাইটে আপনারা এই ৭৮৬ সিরিয়াল নম্বরের নোট বিক্রি করতে পারেন। আদতে এই ৭৮৬ নম্বরটি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত স্পেশাল। তবে শুধুমাত্র মুসলিম নয়, ৭৮৬ নম্বরটি সংখ্যা তত্ত্বের বিচারেও একটি স্পেশাল নম্বর। এই কারণে যে সমস্ত নোটে এই ৭৮৬ নম্বরটি অঙ্কিত থাকে, সেই সমস্ত নোটের দাম এত বেশি হয়। যদি আপনার কাছে এরকম একটি নোট থাকে এবং আপনি অনলাইন ওয়েবসাইটে সেই নোট বিক্রি করতে চান তাহলে এর জন্য একটা পদ্ধতি রয়েছে। এ সমস্ত ওয়েবসাইটে নোট বিক্রি করতে হলে, আপনাকে প্রথমে সেই ওয়েবসাইটে গিয়ে নিজেকে বিক্রেতা হিসেবে রেজিস্টার করতে হবে। তারপর আপনার সেই পুরনো নোটের ছবি তুলে ওয়েবসাইটে বিজ্ঞাপন হিসেবে আপলোড করতে হবে। সে বিজ্ঞাপন উৎসুক ক্রেতাদের কাছে পৌঁছে দেবে ওই ওয়েবসাইট। তারপর সেখান থেকেই ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করে নোটের সঠিক দাম নির্ধারণ করবেন।

Advertisement

Related Articles

Back to top button