কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার এর সিবিআইয়ের কাছে হাজিরার দেওয়ার কথা ছিল কিন্তু গত শনিবার, তিনি সিবিআইকে ইমেল করে জানান, তিনি ছুটিতে থাকায়, তিনি নাকি এখন হাজিরা দিতে পারবেন না। কিন্তু রাজীব কুমারের এই আর্জি কোনমতে মানতে রাজি হয়নি সিবিআই।
এরপর গতকাল, রবিবার রাজীব কুমার কোথায় জানতে চেয়ে ডিজিকে চিঠি দেয় সিবিআই। সিবিআইয়ের এর চিঠির জবাব দিলেন, রাজ্য পুলিশ এর ডিজি বীরেন্দ্র। এই চিঠিতে ডিজি জানিয়েছেন, ‘রাজীব কুমারের সাথে যোগাযোগ করা যাচ্ছেনা। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।’ এমনকি তার দেহরক্ষীর ফোনও বন্ধ আসছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিন্তু ৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সিবিআইকে দেওয়া
চিঠিতে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিব।