Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পশ্চিমবঙ্গের ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন ১ লাখ টাকার উপরে

আবারো চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুসংবাদ নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ। রাজ্যের বিভিন্ন পোস্টার সার্কেলে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং…

Avatar

আবারো চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুসংবাদ নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ। রাজ্যের বিভিন্ন পোস্টার সার্কেলে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ের এই পদে আবেদন জানাতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পশ্চিমবঙ্গের পোস্টাল সার্কেল কলকাতায় বিভিন্ন বিভাগে নেওয়া হবে কর্মী। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিংবা ভারতের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আপনারা আবেদন জানাতে পারবেন। সবমিলিয়ে পশ্চিমবঙ্গের পোস্টাল সার্কেলে চাকরি করার বিরাট সুযোগ রয়েছে আপনার হাতে। যারা এই পোস্ট অফিসের কাজের জন্য অত্যন্ত ইচ্ছুক তারা এই আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন।

সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদন প্রার্থীকে শুধুমাত্র অফলাইনে ভারতীয় ডাক বিভাগ মারফত আবেদন পত্র পাঠাতে হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন পোস্টাল সার্কেলে। সব থেকে বড় বিষয়টা হল অফলাইনে আবেদন ফরম বা বায়োডাটা নিজে কিন্তু প্রস্তুত করতে হবে। আবেদন ফর্মে প্রথমে আপনাকে নিজের নাম লিখতে হবে। তারপরে লিখতে হবে আপনার বাবার নাম, আপনি কোন পদের জন্য আবেদন জানাচ্ছেন, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, টেকনিক্যাল যোগ্যতা, কমিউনিটি, অভিজ্ঞতা এবং কাজের অভিজ্ঞতা, নিজের ইমেইল আইডি এবং ফোন নম্বর আপনাকে উল্লেখ করতে হবে প্রমাণ নয়। তারপরে আপনার সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেটা দিতে হবে সেই আবেদনপত্রের বা বায়োডাটা এর উপরে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সবশেষে আবেদন পত্র বা বায়োডাটায় নির্দিষ্ট স্থানে একটি সই করে আবেদনপত্র খামবন্দী করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To the senior manager, JAG, MAIL MOTOR SERVICE, 139, BELEGHATA ROAD, KOLKATA- 700015. এই আবেদনপত্রের সঙ্গে আপনাকে বেশ কিছু তথ্য যুক্ত করতে হবে। এর মধ্যে রয়েছে – ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি, নিজের বাসস্থান বা ঠিকানার প্রমাণপত্রের জেরক্স কপি, প্রার্থীর বয়সের প্রমাণপত্রের জেরক্স কপি, শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমাণপত্রের জেরক্স কপি, প্রার্থীর জাতিগত শংসাপত্রের প্রমাণ ইত্যাদি।

উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদনকারী সর্বাধিক বয়স হতে হবে ২২ বছর থেকে ২৭ বছরের মধ্যে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রাক্তন কর্মীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে নিয়োগ হওয়ার সফল এবং যোগ্য প্রার্থীকে প্রথমে প্রবেশন পিরিয়ডের ট্রেনিং নিতে হবে। তারপরে যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে। এক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হবে।

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে টেকনিক্যাল সুপারভাইজার পদের জন্য এই মুহূর্তে লোক নিয়োগ করা চলছে। এই পদের জন্য কেন্দ্রীয় সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে রাখতে হবে। পাশাপাশি ভারী অথবা হালকা যানবাহন রক্ষণাবেক্ষণের দক্ষতা থাকার পাশাপাশি উৎপাদন ভিত্তিক কাজে অভিজ্ঞতা এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমা থাকতে হবে।

About Author