ছোটপর্দার অন্যতম পরিচিত অভিনেত্রী শামা সিকান্দার। ১৯৯৮ সাল থেকে অভিনয় জগতের সাথে পরিচয় তার। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও দর্শকমহলে পরিচিতি পেয়েছেন ছোটপর্দার হাত ধরেই। ১৯৯৮ সালে ‘প্রেম আগুন’এ একটি ছোট চরিত্রে অভিনয় করেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর অন্যতম জনপ্রিয় ছবি ‘মন’এও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ধারাবাহিক ‘ইয়ে মেরি লাইফে হ্যায়’তে অভিনয় করেছিলেন তিনি। আর এই ধারাবাহিকের সূত্র ধরেই দর্শকমহলে সাধারণদের মাঝে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন তিনি।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ শামা সিকান্দার। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি, যা খুব স্বাভাবিকভাবেই উষ্ণতা ছড়ায় সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি মুগ্ধ করে তার অগণিত ভক্তদের। সম্প্রতি নিজের কিছু বোল্ড ছবি নেটদুনিয়ায় শেয়ার করেই আপাতত নেটনাগরিকদের একাংশের মাঝে ও ভক্তমহলে চর্চিত শামা সিকান্দার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে নিজের বাথরুমের বাথটাবে দেখা গিয়েছে। সেখানেই কখনো বসে, আবার কখনো শুয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। এই বেশে শামা সিকান্দারকে বোল্ড অবতারে দেখা গিয়েছে, যা রীতিমতো পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, অভিনেত্রী এই বেশে হালকা মেকাপে ছিলেন। অগোছালো ভাবেই বাঁধা ছিল চুল। এই মুহূর্তে অভিনেত্রী নিজের এই বোল্ড, লাস্যময়ী লুকের সূত্র ধরেই চর্চিত হচ্ছেন নেটমহলে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা মিলিয়ানে কথা বলে। সম্প্রতি তার এই লুক আবারো মুগ্ধ করেছে তার এই ভক্তদের, কমেন্টবক্সে চোখ রাখলেই তার ঝলক মিলবে।