Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৬ লক্ষ টাকার কম দামে বাড়ি নিয়ে যান এই সস্তা SUV গাড়ি, বিক্রি এক লক্ষ ছাড়িয়েছে

টাটা মোটরসের সবথেকে সস্তা এসইউভি গাড়ি টাটা পাঞ্চ এই মুহূর্তে গ্রাহকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। লঞ্চ হওয়ার পর থেকেই এই গাড়িটি দেশের সবথেকে ভালো দশটি বড় গাড়ির মধ্যে একটি…

Avatar

টাটা মোটরসের সবথেকে সস্তা এসইউভি গাড়ি টাটা পাঞ্চ এই মুহূর্তে গ্রাহকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। লঞ্চ হওয়ার পর থেকেই এই গাড়িটি দেশের সবথেকে ভালো দশটি বড় গাড়ির মধ্যে একটি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। জুলাই মাসে এই গাড়ির দারুণ বিক্রি হয়েছে বলে জানিয়েছে টাটা মোটরস। এই মুহূর্তে বলতে গেলে ভারতে এই গাড়িটি ট্রেন্ডিং রয়েছে এবং বিগত ১০ মাসের মধ্যেই প্রায় এক লক্ষ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে এই টাটা পাঞ্চ এসইউভি গাড়ির। গত বৃহস্পতিবার তাদের পুণের প্ল্যান্ট থেকে এই গাড়িটির ১ লক্ষতম ইউনিটটি তৈরি করল টাটা মোটরস। গত বছরের অক্টোবর মাস থেকে এই বছরের জুলাই মাস পর্যন্ত এই এসইউভি গাড়ির প্রায় ৯৫,০০০ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই গাড়ির বিক্রি এক লাখ অতিক্রান্ত হতে চলেছে।

টাটা মোটরস দাবি করেছে, ভারতের সবথেকে দ্রুত এক লক্ষ ইউনিট বিক্রি করা গাড়ি এই মুহূর্তে টাটা মোটরসের টাটা পাঞ্চ। টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড এবং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর শৈলেন চন্দ্র জানিয়েছেন, ‘আমরা সকলকে এই বিষয়টা জানাতে খুশি যে মাত্র ১০ মাসের মধ্যেই আমরা টাটা পাঞ্চ গাড়ির প্রায় ১ লক্ষ ইউনিট বিক্রি করে ফেলেছি। এই গাড়িটি এই মুহূর্তে আমাদের নিউ ফরেভার পোর্টফোলিওর সব থেকে জনপ্রিয় গাড়ি হয়ে উঠেছে। ভারতের প্রত্যেকটি সস্তা এসইউভি গাড়ির মধ্যে এই মুহূর্তে এই গাড়িটি সবথেকে জনপ্রিয়। ভারতের বহু মানুষ আমাদের এই টাটা পাঞ্চ গাড়িটিকে ভালোবেসেছেন এবং এই গাড়িটি কিনে আমাদের উৎসাহ বাড়িয়েছেন। আমরা আশা করছি, ভবিষ্যতেও এই গাড়িটির বিক্রি এরকম ভাবেই চলতে থাকবে এবং আমরা এই গাড়ির আরো নতুন নতুন ভেরিয়েন্ট নিয়ে আসতে পারবো।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে টাটা পাঞ্চ গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র ৫.৮৩ লক্ষ টাকা থেকে এবং এই গাড়ির সর্বাধিক দাম ৯.৪৯ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। মাহিন্দ্রা কোম্পানির গাড়ির থেকে এই গাড়িটি দামে অনেকটা সস্তা এবং ভারতের অন্যান্য সস্তা এসইউভি গাড়ির তুলনায় এই গাড়ির জনপ্রিয়তা অনেকাংশে বেশি। মারুতি সুজুকি ইগ্নিস, নিসান ম্যাগনাইট এবং রেনল্ট কাইগারের মতো গাড়িকে এই গাড়িটি টক্কর দিতে চলেছে।

ইঞ্জিন এবং ট্রান্সমিশনের দিক থেকে দেখতে গেলে টাটা পাঞ্চ গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ১.২ লিটারের পেট্রোল চালিত ইঞ্জিন যেটি ৮৬ পিএস পাওয়ার উৎপন্ন করতে পারে এবং তার সাথেই দিতে পারে ১১৩ নিউটন মিটার টর্ক সাপোর্ট। এই গাড়িতে স্পিড ম্যানুয়াল এবং একটি বৈকল্পিক ফাইভ স্পিড এএমটি যুক্ত করা হয়েছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল গিয়ার বক্স। এই গাড়িটি আপনাকে সর্বাধিক ১৮.৮২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে সাধারণভাবে চালালে এবং এএমটি যুক্ত করে চালালে এই গাড়ির মাইলেজ হতে পারে সর্বাধিক ১৮.৯৭ কিলোমিটার প্রতি লিটার।

About Author