Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের এই ৪ জেলায়, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

গত দুদিন ধরে নিম্নচাপের প্রভাবে বেশ ভালই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। অবশেষে বৃষ্টির ঘাটতির মাঝে এমন বৃষ্টি পেয়ে স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। এরমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সপ্তাহের শেষে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে…

Avatar

গত দুদিন ধরে নিম্নচাপের প্রভাবে বেশ ভালই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। অবশেষে বৃষ্টির ঘাটতির মাঝে এমন বৃষ্টি পেয়ে স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। এরমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সপ্তাহের শেষে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আশানুরূপ বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার। আপাতত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। পশ্চিমের চার জেলায় আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দুপুর হলেই দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

গত দুই দিনের বৃষ্টিতে স্বাভাবিকভাবেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে নেমেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কমে হয়েছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের চার জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে শুক্রবার মূলত মেঘলা আকাশ দেখা যাবে এবং সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। তারপর আগামীকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে। শনিবারে উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত্য নিম্নচাপে পরিণত হবে। আর সেই জেরে ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

তবে আপাতত উত্তরবঙ্গে ভারী বা অতিভারী বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর জেরে স্বাভাবিকের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তবে আগামী শনি ও রবিবার কিছুটা হলেও বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

About Author