ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী প্রশ্নের ছলে ক্যাপশনে লিখেছেন, এমনভাবে নাচলে তিনি কি ‘ঝলক দিখ লা যা’য় পার্টিসিপেট করে জিতে যাবেন! পাশাপাশি তিনি সকলের উদ্দেশ্যে এও প্রশ্ন রেখেছেন, তাকে আর কতটা পরিশ্রম করতে হবে সবাইয়ের মনোরঞ্জন করার জন্য! অবশ্য অভিনেত্রীর এই পোস্ট দেখে এটুকু স্পষ্ট তিনি ‘ঝলক দিখ লা যা’র প্রমোশন করছেন। উল্লেখ্য, শিল্পা শিন্ডে ‘বিগ বস সিজন ১১’র বিজেতা।বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটদুনিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ তিনি। প্রায় নিজের একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী, যা ভাইরাল হয় নিমেষ। সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। শুধুমাত্র টেলিভিশনের পর্দায় নয় ওয়েব সিরিজের পর্দাতেও বেশ পরিচিত তিনি। একাধিক প্রয়োজনের থেকে অতিরিক্ত সাহসী দৃশ্যেও দেখা মেলে তার। নিজের এই ভিডিওটি ছাড়াও এই মুহূর্তে ‘পৌরুষপুর’ নামক ওয়েব সিরিজের হাত ধরেও চর্চায় শিল্পা শিন্ডে।View this post on Instagram
VIDEO: লাল শিফন শাড়ি ও প্রিন্টের ব্লাউজ পরে এমন নাচলেন ‘আঙ্গুরি ভাবী’, হুঁশ উড়ল পুরুষ ভক্তদের
বেশিরভাগ দর্শকদের কাছে 'আঙ্গুরী ভাবী' নামেই পরিচিত শিল্পা শিন্ডে। 'ভাবী জি ঘার পার হ্যায়'এর সূত্র ধরেই মানুষের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে ৪৪ বছর বয়সেও অবিবাহিত অভিনেত্রী। তবে সম্প্রতি পুনরায়…

আরও পড়ুন