Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gold Price: সপ্তাহের প্রথম দিনেই স্বস্তি, পরপর তিনদিন সস্তা রইল সোনার দাম

আজকে নিয়ে পরপর তিনদিন অপরিবর্তিত রইল সোনার দাম। শেষ ৫ আগস্ট দাম বৃদ্ধি পেয়েছিল সোনার। এরপর তিনদিন দামের কোনো হেরফের হলো না। সপ্তাহের প্রথম দিনে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার…

Avatar

আজকে নিয়ে পরপর তিনদিন অপরিবর্তিত রইল সোনার দাম। শেষ ৫ আগস্ট দাম বৃদ্ধি পেয়েছিল সোনার। এরপর তিনদিন দামের কোনো হেরফের হলো না। সপ্তাহের প্রথম দিনে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭ হাজার ৫৫০ টাকা। আর অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫১ হাজার ৮৭০ টাকা। সোনার দামের পাশাপাশি শেষ কয়েকদিনের মধ্যে দামের পরিবর্তন হয়নি রূপোরও। আগের মত আজকেও ১ কেজি উপর দাম রয়েছে ৫৭ হাজার ৪০০ টাকা।

কলকাতায় সোমবার বেলা ৩ টে অনুযায়ী সোনা ও রুপার দামের তালিকা:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৫৫ টাকা
  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,০৪০ টাকা
  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৫৫০ টাকা
  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৫,৫০০ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৮৭ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৪৯৬ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৮৭০ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৮,৭০০ টাকা
  • ১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,৪০০ টাকা

আজ অর্থাৎ সোমবার বিশ্ববাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১৭৭৩.০৬ মার্কিন ডলার। রাখি পূর্ণিমা ঠিক আগে সোনার দাম বৃদ্ধি না পাওয়াতে সপ্তাহের প্রথম দিনে বেশ স্বস্তিতে সোনাকে ক্রেতারা। এর আগে গত শুক্রবার বৃদ্ধি পেয়েছিল সোনার দাম। সোনার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে রুপোর দামও।

About Author