তবে সম্প্রতি কোন ওয়েব সিরিজ, ধারাবাহিক কিংবা নতুন ফটোশুটের সূত্র ধরে নয়, নিজের বিনা মেকাপ লুকের কারণেই চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। সম্প্রতি মোনালিসা নিজের এই বিনা মেকাপ লুকের বেশ কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন নিজেই। এই ছবিগুলিতে হালকা পার্পেল রঙের ব্রা কাটিং টপ ও সাদা-গোলাপির কম্বিনেশনের একটা শর্ট স্কার্টে দেখা গিয়েছে। খোলো চুলে একেবারে নিজের আসল চেহারায় দেখা দিয়েছেন তিনি। নিজের সোফাতে কখনো বসে, আবার কখনো শুয়েই ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, তার ভক্তদের অধিকার রয়েছে তাকে এই রূপে দেখার।মোনালিসার এই বিনা মেকাপ লুক পছন্দ হয়েছে তার অনুরাগীদেরও। ভক্তের পাশাপাশি নেটনাগরিকদের একাংশ অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আপাতত বলাই বাহুল্য, নিজের এই নতুন পোস্টের সূত্র ধরেই নেটমাধ্যমে সমগ্র নেটনাগরিকদের মাঝে চর্চায় উঠে এসেছেন মোনালিসা।
Monalisa: বিনা মেকাপ লুকেই সকলের মন জয় করলেন মোনালিসা, সোফায় শুয়েই দিলেন এমন পোজ
অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন