Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বরুণ যখন সবার সামনে আলিয়ার সাথে এমন কাজ করলেন, ভিডিও তুমুল ভাইরাল ইন্টারনেটে

বলিউড তারকাদের জীবনযাপন সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা হয়। গোটা দিন লাইট ক্যামেরা অ্যাকশনের রঙিন আলোর মাঝে জীবন কাটাতে গিয়ে সর্বদাই বজায় রাখতে চাকচিক্য। আজকালকার দিনে ট্রেন্ড হয়েছে যেকোনো সিনেমা…

Avatar

বলিউড তারকাদের জীবনযাপন সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা হয়। গোটা দিন লাইট ক্যামেরা অ্যাকশনের রঙিন আলোর মাঝে জীবন কাটাতে গিয়ে সর্বদাই বজায় রাখতে চাকচিক্য। আজকালকার দিনে ট্রেন্ড হয়েছে যেকোনো সিনেমা রিলিজ করলেই তাদের তারকারা, সিনেমা প্রচারের জন্য বিভিন্ন হাইপ্রোফাইল অনুষ্ঠানে উপস্থিত হন। স্বাভাবিকভাবে স্ট্যাটাস মেন্টেন করতে তারকারা বিভিন্ন ডিজাইনার পোশাক পরেন। বেশিরভাগ সময় এই সমস্ত পোশাক তারকাদের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। তবে মাঝে মাঝে পোশাক বিভ্রাটের জন্য উপস মোমেন্টের সম্মুখীন হতে হয় অভিনেত্রীদের। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে উপস মোমেন্টের সম্মুখীন হয়েছেন তিনি।

আসলে বলিউড গ্লামার ওয়ার্ড মানেই মুখের সামনে সারাক্ষন ক্যামেরার লেন্সের আনাগোনা। তারকাদের ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে ফ্যানেরা এতই আগ্রহী হয় যে পাপ্পারাজিরা লেন্স ফোকাস করে রাখেন, যাতে বাড়ি থেকে বেরোলেই তারকারা ক্যামেরাবন্দী হয়। অন্যদিকে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন বা প্রমোশন ইভেন্ট সর্বদাই লাইভ শুট হয়ে থাকে। এই লাইভ ক্যামেরার মাঝে পোশাক বিভ্রাটের জন্য মাঝে মাঝেই লজ্জায় পড়েন তারকারা। এমনই এক ঘটনা কিছু বছর আগে হয়েছিল আলিয়া ভাটের সাথে। ঠিক কি হয়েছিল? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান মোটামুটি একই সময় বলিউডে পদার্পণ করেছিলেন। তাদের সাবলীল অভিনয় দক্ষতা বর্তমানে তাদের জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। ২০১৪ সালে এই জুটি একসাথে “হাম্পটি শর্মা কি দুলহানিয়া” সিনেমাতে কাজ করেছিলেন। এই সিনেমার প্রমোশনের সময় গিয়ে উপস মোমেন্টের শিকার হয়েছিলেন অভিনেত্রী। আসলে প্রমোশন ইভেন্টে হঠাৎ করে স্টেজে অন ক্যামেরা আলিয়া ভাটকে কোলে তুলে নেন বরুণ ধাওয়ান। কিন্তু দুর্ভাগ্যবশত আলিয়ার পরনের সালোয়ার খুবই পাতলা ছিল। তাই ক্যামেরাতে স্পষ্ট দেখা যায় অভিনেত্রীর অন্তর্বাস।

এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ভিডিও নিয়ে সেই সময় অনেক ট্রোল হতে হয় অভিনেত্রীকে। তবে এটাই যে শেষবার এমন নয়। এরপরও বহুবার আলিয়া ভাট উপস মোমেন্ট এর শিকার হন। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে ব্যাপক কাজ করছেন এই অভিনেত্রী। পরপর গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ও আরআরআর সিনেমাতে দুর্দান্ত কাজ করে নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট।

About Author