Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কে সোনার পেন উপহার দিয়েছিল অর্পিতাকে? সোনা পাচার চক্রের সঙ্গে যোগসাজশের ইঙ্গিত?

অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কিভাবে এল সোনার বার? উদ্ধার হবার সোনার পেন কোথা থেকে পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়? প্রাথমিক তদন্তে এবারে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, নগদ টাকার…

Avatar

অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কিভাবে এল সোনার বার? উদ্ধার হবার সোনার পেন কোথা থেকে পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়? প্রাথমিক তদন্তে এবারে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, নগদ টাকার একটা মোটা অংশ কনভার্ট করা হয়েছিল সোনার বারে। তবে কে এই কাজে সাহায্য করেছিলেন? জানা যাচ্ছে চোরাচালান চক্রের একটি মাথার মাধ্যমে এই গোল্ড কনভার্ট করা হয়েছিল। এমনটাই উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রাথমিক তদন্তে। আর তারপরেই শুরু হয়েছে সেই চক্রের মাথার খোঁজ।

শুধু সোনা কনভার্ট করা নয় এমনকি উদ্ধার হওয়া গোল্ড পেন এসেছে উপহার হিসেবে। সেই সোনার পেন পাচার চক্রের মাথা উপহার দিয়েছেন বলে জানা যাচ্ছে। তদন্ত এমনই ইঙ্গিত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অর্পিতার ফোন কল ডিটেলস থেকে ওই চক্রের মাথার সঙ্গে যোগাযোগের লিংক খুঁজে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে এরই মধ্যে পার্থ এবং অর্পিতার জয়েন্ট এলআইসির খোঁজ পাওয়া গেছে। অর্পিতাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আজ একাধিকবার জেরা করেছে। আর এই জেরায় উঠে এসেছে নতুন তথ্য। জানা গিয়েছে একাধিক জয়েন্ট এলআইসি রয়েছে পার্থ এবং অর্পিতার নামে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তথ্য দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।

দক্ষিণের হরিদেবপুর থেকে উত্তরের বেলঘড়িয়া রথতলা, তাল তাল সোনা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাট থেকে। সোনার ব্রেসলেট থেকে শুরু করে সোনার বালা কঙ্গন এবং অনেক কিছুই ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের সংগ্রহে। কিন্তু এত সোনা এল কোথা থেকে? কেনই বা এল এত সোনা? কোথা থেকে আসত এত সোনা? আজ ইডির প্রশ্নের প্রধান আলোচ্য বিষয় গুলি ছিল এই দিকেই।

About Author